WhatsApp New Feature

উৎসবের মরসুম শেষে তলানিতে ফোনের স্টোরেজ? এক ক্লিকেই হবে সমস্যার সমাধান, কী ফিচার আনল হোয়াট্‌সঅ্যাপ?

হোয়াট্‌সঅ্যাপ এখন দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অফিসের কাজ থেকে আড্ডা, জরুরি বার্তালাপ থেকে খুনসুটি-মজা সবই চলে এই অ্যাপে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:২০
Share:

প্রতীকী চিত্র।

হোয়াট্‌সঅ্যাপ এখন দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অফিসের কাজ থেকে আড্ডা, জরুরি বার্তালাপ থেকে খুনসুটি-মজা সবই চলে এই অ্যাপে। তবে সদ্যই উৎসবের মরসুম শেষ হওয়ার পর এই অ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদানের পর ফোনের স্টোরেজের অবস্থা যে অনেকের ফোনেই বেশ বেহাল সেটা বলার অপেক্ষা রাখে না। আর ঠিক এই সময়েই মেটার মালিকানাধীন এই অ্যাপের তরফে এক দারুণ ফিচার নিয়ে আসা হল। কী সেটা? এই ফিচারের সাহায্যে এখন থেকে ব্যবহারকারীরা সহজেই ফোনের স্টোরেজ থেকে চ্যাট সহজেই ম্যানেজ করতে পারবেন।

Advertisement

কী ভাবে এই ফিচার ব্যবহার করা যাবে? বা কী কাজ করছে এটি? এই ফিচারটি স্ক্রিনে একটি অপশন দিচ্ছে যেটার সাহায্যে ব্যবহারকারীরা সোজাসুজি স্টোরেজ এবং ডেটার বিষয়ে সমস্ত তথ্য পাবেন, এবং বলাই বাহুল্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ এই ফিচারের সাহায্যে আপনি সহজেই চ্যাটে যে বড় ফাইলগুলি আছে সেগুলি দেখতে পারবেন এবং প্রয়োজনে ডিলিট করতে পারবেন।

হোয়াট্‌সঅ্যাপের এই ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৫.৩১.১৪ এর পর আইওএসেও উপলব্ধ হয়েছে। তবে আপাতত এই ফিচার হোয়াট্‌সঅ্যাপ বিটাতে পাওয়া যাচ্ছে, যা শীঘ্রই সমস্ত ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। ফলে তখন ফোনের স্টোরেজ ভরে এলে পুরনো, অপ্রয়োজনীয় বড় ফাইল সহজেই বেছে ডিলিট করে ফেলতে পারবেন ব্যবহারকারীরা। একই সঙ্গে এও বোঝা যাবে কোন ফাইল কতটা জায়গা দখল করে আছে। সেই মতো সেটা রাখবেন না ডিলিট করবেন সেটা ব্যবহারকারীর সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement