Parenting tips

একরত্তিকে নিয়ে পুজোয় ঘুরতে বেরোচ্ছেন? সন্তানের নিরাপত্তার জন্য সঙ্গে রাখুন এই গ্যাজেটগুলি

পুজোর ভিড়ে ছোট্ট শিশুকে নিরাপদে রাখা খুবই জরুরি। যাতে কোনও ভাবেই কোনও অঘটন না ঘটে, তার জন্য জরুরি কিছু গ্যাজেট সঙ্গে রাখা যেতে পারে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৫
Share:
০১ ১০

পুজোর ভিড়ে শিশুদের সুরক্ষিত রাখতে কাজে আসতে পারে বেশ কিছু আধুনিক গ্যাজেট। যেমন - শিশুদের জন্য তৈরি স্মার্টওয়াচ। এতে জিপিএস ট্র্যাকিং, এসওএস বাটন এবং টু-ওয়ে কলিংয়ের মতো ফিচার থাকে।

০২ ১০

এ ছাড়াও শিশুর জামা বা ব্যাগে লাগানোর জন্য ছোট জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। এটি সরাসরি আপনার স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে এবং সন্তানের ‘রিয়েল-টাইম’ অবস্থান আপনাকে জানায়।

Advertisement
০৩ ১০

সেফটি রিস্টব্যান্ড খুব কাজের একটি গ্যাজেট। এগুলি আকারে বেশ ছোট এবং একটি প্যাঁচানো তার দিয়ে আপনার বা আপনার সঙ্গীর হাতের সঙ্গে যুক্ত থাকে। এটি বাচ্চাদের হাত ধরে রাখার একটি নিরাপদ উপায়।

০৪ ১০

পুজোর সময় দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। পোর্টেবল এয়ার পিউরিফায়ার শিশুদের শ্বাসের জন্য বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে সাহায্য করে। এটি ছোট এবং সহজেই ব্যাগে বহন করা যায়।

০৫ ১০

জরুরি অ্যালার্ম ডিভাইস অত্যন্ত কার্যকর একটি গ্যাজেট। এটি শিশুদের জামায় লাগানো যায়। বিপদে এটি উচ্চ শব্দে বাজানো যায়, যা আশপাশের মানুষের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে।

০৬ ১০

শিশুরা খেলাধুলায় মত্ত থাকার কারণে জল খেতে ভুলে যেতে পারে। স্মার্ট ওয়াটার বটল সঙ্গে থাকলে তা জল খাওয়ার কথা মনে করিয়ে দেয় এবং জলের তাপমাত্রা ঠিক রাখে। এটি তাদের হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।

০৭ ১০

পুজোর সময় এখনও বেশ গরম থাকে। একটি ছোট পোর্টেবল ফ্যান শিশুকে গরম থেকে মুক্তি দিতে পারে। এটি হালকা এবং ইউএসবি দিয়ে চার্জ করা যায়।

০৮ ১০

শিশুদের সঙ্গে থাকা গ্যাজেটগুলি চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাংক খুবই দরকারি। স্মার্টওয়াচ বা অন্য কোনও ডিভাইস চার্জ শেষ হয়ে গেলে এটি কাজে আসবে।

০৯ ১০

শিশুর জ্বর বা শরীর খারাপ হলে স্মার্ট থার্মোমিটার দ্রুত দেহের তাপমাত্রা মাপতে সাহায্য করবে। কিছু থার্মোমিটার অ্যাপের মাধ্যমে ফোনের সঙ্গে সংযুক্ত থাকে এবং ডেটা সেভ করে রাখতে পারে।

১০ ১০

ভিড়ের মধ্যে গান শোনা বা কার্টুন দেখার জন্য ব্লুটুথ হেডফোন ভাল কাজে আসতে পারে। এটি শিশুদের কোলাহল থেকে দূরে রাখতে সাহায্য করবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement