দুর্গাপুজোর সময় কলকাতা বা অন্যান্য বড় শহরে বিশাল ভিড় হয়। যাঁরা ভিড়ের বাইরে গিয়ে শান্ত পরিবেশে পুজো উপভোগ করতে চান, তাঁরা অরণ্য বা প্রকৃতির কাছাকাছি কিছু বিশেষ পুজো বেছে নিতে পারেন। এই জায়গাগুলিতে পুজো দেখা যেমন একদিকে সুন্দর অভিজ্ঞতা, তেমনই প্রকৃতির মাঝে সময় কাটানোর এক দারুণ সুযোগ পাবেন তাঁরা।
১. পুরুলিয়ার পুজো: পুরুলিয়া তার রুক্ষ, লাল মাটি এবং সবুজে ঘেরা পাহাড়ের জন্য পরিচিত। এখানে বেশ কিছু পুজো এমন ভাবে হয় যেখানে আপনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবেন।
টুরগা জলপ্রপাত: পুরুলিয়া জেলার টুরগা জলপ্রপাতের কাছে একটি পুরনো মন্দির আছে, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। এখানে পুজো দেখতে গেলে একদিকে যেমন দুর্গাপুজোর আমেজ পাবেন, তেমনই জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।
অযোধ্যা পাহাড়: অযোধ্যা পাহাড়ের বিভিন্ন ছোট ছোট গ্রামে এবং আদিবাসী এলাকায় স্থানীয়রা নিজেদের মতো করে পুজো করেন। এখানে কোনও বড় প্যান্ডেল না থাকলেও পুজোর ঐতিহ্য এবং আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে।
২. ঝাড়গ্রামের পুজো: ঝাড়গ্রাম তার ঘন শাল এবং মহুয়া বনের জন্য বিখ্যাত। এখানে পুজো দেখা এক অন্য রকম অভিজ্ঞতা।
ঝাড়গ্রাম রাজবাড়ি: ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো প্রায় চারশো বছরের পুরনো। এখানে পুজো দেখতে গেলে প্রকৃতির সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ দেখতে পাওয়া যায়। রাজবাড়ির পাশেই ঘন জঙ্গল, তাই এটি এক শান্ত এবং নির্জন পরিবেশ তৈরি করে।
কলাবনী বা কেওনঝোর: ঝাড়গ্রামের এই অঞ্চলগুলোতে কিছু রিসর্ট রয়েছে, যেখানে পুজোর সময়ে থাকার বিশেষ আয়োজন করা হয়। এখানে পুজোর পাশাপাশি আপনি বন্য প্রাণী দেখার এবং ট্রেকিং করার সুযোগও পাবেন।
৩. বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় তার সবুজে ঘেরা পরিবেশ এবং শান্ত আবহের জন্য পরিচিত। শুশুনিয়া পাহাড়ের পুজো: শুশুনিয়া পাহাড়ের কাছে কিছু ছোট ছোট মন্দিরে দুর্গাপুজো হয়। এখানকার পুজোতে জাঁকজমক কম থাকলেও ভক্তি এবং আন্তরিকতা ভরপুর থাকে। যাঁরা ট্রেকিং বা রক ক্লাইমিং পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
৪. ডুয়ার্সের পুজো: ডুয়ার্সের চা বাগান এবং ঘন অরণ্য পুজোর সময় এক অন্য রকম রূপ ধারণ করে। চা বাগানের পুজো: ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পুজোর সময় বিশেষ আয়োজন করা হয়। এখানে স্থানীয় শ্রমিকেরা মিলেমিশে পুজো করেন। এখানকার পুজোয় গেলে আপনি প্রকৃতি উপভোগের সঙ্গে পুজো দেখার এক দারুণ অভিজ্ঞতা পাবেন।
নেওড়া ভ্যালি বা গরুমারা জাতীয় উদ্যান: এই অঞ্চলের কাছে কিছু পুজো হয়। একে বারে নিরিবিলি পরিবেশেই এই পুজো উপভোগ করা যায়। এখানে জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতা এবং পুজোর আমেজ দুটোই এক সঙ্গে উপভোগ করতে পারবেন।
এই জায়গাগুলিতে গেলে আপনি শুধু ভিড় এড়াতে পারবেন না, বরং প্রকৃতির কাছাকাছি গিয়ে পুজোর এক নতুন রূপ আবিষ্কার করতে পারবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।