পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। কিন্তু, বাড়িতে যদি কোনও পোষ্য থাকে, তবে তাকে বা তাদের ছেড়ে বেড়াতে যাওয়াটা অনেকের কাছেই কঠিন এবং মনখারাপের। তাই অনেকেই চান তাঁদের আদরের পোষ্যকে সঙ্গে নিয়ে যেতে। কিন্তু পোষ্যকে নিয়ে বেড়াতে গেলে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। তা না হলে আপনার এবং আপনার পোষ্যের - উভয়েরই সমস্যা হতে পারে। এমনই কিছু বিষয় এখানে রইল, যা পোষ্যকে নিয়ে ভ্রমণের আগে অবশ্যই মাথায় রাখতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা: ভ্রমণের কয়েক দিন আগে আপনার পোষ্যকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। তার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন এবং প্রয়োজনীয় টিকা নেওয়া আছে কি না, তা নিশ্চিত করুন। বিশেষ করে ভ্রমণকালীন কোনও অসুস্থতা বা স্ট্রেস হলে কী করণীয়, সে বিষয়ে পরামর্শ নিন।
ভ্রমণের জন্য প্রস্তুতি: যদি ট্রেনে বা গাড়িতে যান, তবে একটি উপযুক্ত ক্যারিয়ার বা বাক্স ব্যবহার করুন। এটি পোষ্যকে নিরাপদে রাখতে সাহায্য করবে এবং সে স্বচ্ছন্দ বোধ করবে।
উপযুক্ত বাসস্থান: যে হোটেলে বা রিসর্টে থাকতে যাচ্ছেন, সেখানে পোষ্য রাখার অনুমতি আছে কি না, তা আগে থেকে জেনে নিন। অনেক হোটেলে পোষ্যদের জন্য আলাদা নিয়ম বা চার্জ থাকে।
পরিচয়পত্র সঙ্গে রাখুন: আপনার পোষ্যের গলায় তার নাম, আপনার ফোন নম্বর এবং ঠিকানা লেখা একটি ট্যাগ পরিয়ে রাখুন। যদি কোনও কারণে সে হারিয়ে যায়, তাহলে এই ট্যাগ তাকে খুঁজে পেতে সাহায্য করবে।
জল ও খাবার: ভ্রমণের সময়ে পোষ্যের জন্য যথেষ্ট পরিমাণে খাবার ও জল সঙ্গে রাখুন। তার অপছন্দের খাবার বা নতুন কোনও খাবার নিয়ে পরীক্ষা না করাই ভাল।
ফার্স্ট এড কিট: পোষ্যের জন্য একটি ছোট ফার্স্ট এড কিট তৈরি করুন। এতে তার প্রয়োজনীয় ওষুধপত্র, ব্যান্ডেজ এবং ক্ষত পরিষ্কারের জিনিস রাখুন।
উপযুক্ত পরিবেশ: গাড়িতে বা ট্রেনে ভ্রমণের সময়ে পোষ্যের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করুন। বাইরে থেকে বাতাস আসার জন্য জানলা কিছুটা খুলে রাখুন। কিন্তু খেয়াল রাখবেন যাতে সে জানলা দিয়ে বেরিয়ে না যায়।
পরিচিত খেলনা: পোষ্যের প্রিয় কোনও খেলনা বা কম্বল সঙ্গে নিন। এটি নতুন পরিবেশে তার ভয় কাটাতে সাহায্য করবে এবং সে আরও স্বচ্ছন্দ বোধ করবে।
রুটিন মেনে চলুন: ভ্রমণের সময়েও পোষ্যের খাবার এবং হাঁটাচলার রুটিন যতটা সম্ভব বজায় রাখুন। এতে তার শরীরের উপর অতিরিক্ত চাপ পড়বে না।
ধৈর্য্য ধরুন: নতুন পরিবেশে পোষ্য কিছুটা অস্থির হতে পারে। তাই এই সময় ধৈর্য ধরে তার সঙ্গে থাকুন। তাকে আশ্বস্ত করুন এবং তার প্রয়োজনমতো যত্ন নিন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।