পুজোর ছুটিতে নিজের পোষ্যকে বাড়িতে একা রেখে ঘুরতে যাওয়াটা অনেক পোষ্যপ্রেমীর জন্যই কঠিন। তবে ভারতীয় রেলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আপনি আপনার পোষ্যকে নিয়ে দূরপাল্লার ট্রেনেও ভ্রমণ করতে পারেন। বিশেষ করে ফার্স্ট ক্লাস এসি বা ফার্স্ট ক্লাস কামরায় টিকিট কেটে পোষ্যকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়া এখন অনেকটাই সহজ।
তবে এই যাত্রা শুরুর আগে এবং চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও বিষয় মাথায় রাখা জরুরি।
১. কী ভাবে টিকিট কাটবেন? ফার্স্ট ক্লাস কামরা: পোষ্যকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ফার্স্ট ক্লাস এসি অথবা ফার্স্ট ক্লাস কামরায় ভ্রমণ করতে হবে। এই দুটি শ্রেণির কামরায় একটি আলাদা কুপ বা কেবিন বুক করতে হয়, যাতে আপনি এবং আপনার পোষ্য অন্য যাত্রীদের থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন।
অনুমতি: ভ্রমণের আগে রেল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন করতে হয়। এই আবেদনে আপনার পোষ্যের নাম, বয়স এবং কোন কামরায় আপনি তাকে নিয়ে যেতে চান, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে। রেলওয়ে বোর্ডের অনুমতি পেলেই আপনি টিকিট বুক করতে পারবেন।
টিকিট বুকিং: পোষ্যের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, যা সাধারণত লাগেজ চার্জ হিসেবে গণ্য করা হয়। এই চার্জ রেলের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়।
২. ভ্রমণের সময় মাথায় রাখার বিষয় স্বাস্থ্য: ভ্রমণের আগে আপনার পোষ্যের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন এবং তার স্বাস্থ্য সংক্রান্ত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।
খাবার ও জল: পোষ্যের জন্য পর্যাপ্ত খাবার এবং জল সঙ্গে রাখুন। যাত্রার সময় তাকে নিয়মিত খাবার এবং জল দিন।
সঠিক ব্যবস্থা: পোষ্যকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য একটি ভাল মানের কেরিয়ার বা খাঁচা সঙ্গে নিন। এটি যথেষ্ট মজবুত হওয়া উচিত যাতে আপনার পোষ্য নিরাপদে থাকে।
অন্য যাত্রীদের থেকে বিচ্ছিন্ন: আপনার পোষ্য যাতে অন্য যাত্রীদের অসুবিধা না করে, সেই দিকে খেয়াল রাখুন।
পরিচ্ছন্নতা: ভ্রমণের সময় পোষ্যের বর্জ্য পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন প্লাস্টিকের ব্যাগ, স্যানিটাইজার ইত্যাদি সঙ্গে রাখুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।