North Bengal Trains New Time

উত্তরবঙ্গের একাধিক ট্রেনের সময়সূচিতে রদবদল! পুজোর পর বেড়ানোর পরিকল্পনা থাকলে জেনে নিন নতুন সময়

পুজোর ঠিক পরেই উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেনের সময় বদলে গিয়েছে? সফর শুরুর আগে জেনে নিন নতুন সময় সূচি।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:০২
Share:
০১ ১২

পুজোর পর অনেকেই বেড়াতে যান এই সময়টা। যদিও বর্তমানে নিম্নচাপ, অতি ভারী বৃষ্টি চোখ রাঙাচ্ছে, তবুও বহু মানুষের টিকিট কেটে রাখা রয়েছে এই সময়ে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার জন্য। তবে জানেন কি পুজোর ঠিক পরেই উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেনের সময় বদলে গিয়েছে? সফর শুরুর আগে জেনে নিন নতুন সময় সূচি।

০২ ১২

আলিপুরদুয়ার ডিভিশনের সেবক-রংপো প্রকল্পের অধীনে ইয়ার্ড রিমডেলিংয়ের জন্য সেবক স্টেশনের আগামী ৮ এবং ৯ অক্টোবর প্রি-নন-ইন্টারলকিং কাজ হবে।

Advertisement
০৩ ১২

এ ছাড়া আগামী ১০ থেকে ১৫ অক্টোবর নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই জন্যই বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে বা পথ পরির্বতন করা হয়েছে।

০৪ ১২

৭৫৭২৬ নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জংশন ডেমু আগামী ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টার বদলে সকাল সাড়ে ৯টায় ছাড়বে।

০৫ ১২

৭৫৭১৮ বামনহাট-শিলিগুড়ি জংশন ডেমু ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সকল ৫টার বদলে সকাল ৮টা নাগাদ ছাড়বে।

০৬ ১২

৭৫৭১৩ শিলিগুড়ি জংশন-বামনহাট ডেমু ১৫ অক্টোবর বিকেল ৪টে ৫ মিনিটের বদলে বিকেল সাড়ে ৫টা নাগাদ ছাড়বে।

০৭ ১২

৭৫৭২৫ শিলিগুড়ি জংশন-নিউ বঙাইগাঁও ডেমু ৮ থেকে ১১ অক্টোবর সকাল ১০.৫০-এর বদলে দুপুর ১টা নাগাদ ছাড়বে।

০৮ ১২

১৩২৪৭ কামাখ্যা-রাজেন্দ্র নগর ক্যাপিটাল এক্সপ্রেস ১০ অক্টোবর সকাল ৮ এবং ১৫ অক্টোবর সকাল ১০টায় ছাড়বে।

০৯ ১২

১৫৬২১ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের সময় ৯ অক্টোবর এক ঘণ্টা পিছিয়ে ৫টার বদলে সকাল ৬টা করা হয়েছে।

১০ ১২

১৫৪৮৩ আলিপুরদুয়ার-দিল্লি সিকিম-মহানন্দা এক্সপ্রেস ১০ অক্টোবর দুপুর ১টা এবং ১৫ অক্টোবর দুপুর ২টো নাগাদ ছাড়বে নির্ধারিত সময়ের পরিবর্তে।

১১ ১২

এ ছাড়াও আরা-কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস এবং উদয়পুর সিটি-কামাখ্যা কবিগুরু এক্সপ্রেসের রুটে বদল আনা হয়েছে। নিয়ন্ত্রণ করা হবে দিল্লি-আলিপুরদুয়ার সিকিম-মহানন্দা এক্সপ্রেস এবং বামনহাট-শিলিগুড়ি জংশন এক্সপ্রেসকে।

১২ ১২

ফলে পুজোর পর উত্তরবঙ্গের কোথাও বাংলার বাইরে থেকে বেড়াতে আসার থাকলে ট্রেনে ওঠার আগে অবশ্যই নতুন সময়সূচি দেখে নেওয়া জরুরি। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement