Durga Puja hotel booking

পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কাটা, অথচ হোটেল পাচ্ছেন না? কী করবেন?

পছন্দের প্রাথমিক তালিকায় থাকা হোটেলগুলিতে বুকিং না পেলে আপনার তথ্যতলাশের পরিসর আরও বাড়াতে হবে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০
Share:
০১ ১০

পুজোয় বেড়াতে যাবেন, অথচ হোটেল বুকিং নেই? হতেই পারে। কারণ, দুর্গাপুজো মানেই বাঙালির কাছে খাওয়া-দাওয়া, আড্ডা আর বেড়াতে যাওয়া। প্রবল চাহিদা থাকায় এই সময়ে হোটেল বা রিসর্ট বুকিং নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। যাতায়াতের টিকিট বুকিং হয়ে যাওয়ার পরে যদি দেখেন থাকার কোনও জায়গা জুটছে না, তা হলে মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে মুশকিল আসানে কিছু ব্যবস্থাও করতে পারেন কিন্তু।

০২ ১০

হতাশ না হয়ে বিকল্প খুঁজুন: হঠাৎ করে হোটেল বুকিং না পেলে হতাশ না হয়ে বিকল্প উপায় খোঁজা ভাল। প্রথমত, আপনি আপনার পছন্দের হোটেলের ওয়েবসাইটে সরাসরি খোঁজ নিতে পারেন। কারণ, অনেক সময়ে থার্ড-পার্টি বুকিং সাইটে বুকিং না থাকলেও হোটেলের নিজস্ব সাইটে কিছু ঘর ফাঁকা থাকতে পারে।

Advertisement
০৩ ১০

বিকল্প হোটেল বা গেস্ট হাউসের সন্ধান: আপনার পছন্দের জায়গায় যদি কোনও হোটেলে বুকিং না পান, তাহলে আশপাশের এলাকায় অন্য হোটেল বা গেস্ট হাউস খুঁজে দেখুন। পর্যটনকেন্দ্রগুলির কাছে প্রায়ই একাধিক বিকল্প থাকে। আপনার প্রাথমিক গন্তব্য থেকে কিছুটা দূরে হলেও অনেক সময়ে ভাল হোটেল বা অন্য কোনও থাকার জায়গা পাওয়া যায়।

০৪ ১০

শেষ মুহূর্তের বুকিং: ভ্রমণের ঠিক আগের দিন বা বুকিং করার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অনেক সময়ে শেষ মুহূর্তে বুকিং পাওয়া যায়। অনেকেই শেষ মুহূর্তে তাঁদের বুকিং বাতিল করে দেন। যার ফলে কিছু ঘর ফাঁকা হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি আবার নতুন করে খোঁজ নিতে পারেন।

০৫ ১০

ট্র্যাভেল এজেন্টের সাহায্য নিন: ব্যক্তিগত ভাবে যদি আপনি হোটেল খুঁজে না পান, তাহলে পেশাদার ট্র্যাভেল এজেন্টের সাহায্য নিতে পারেন। তাঁদের কাছে অনেক সময়ে এমন কিছু হোটেল বা থাকার জায়গার খবর থাকে, যা সাধারণ বুকিং সাইটে পাওয়া যায় না।

০৬ ১০

বিকল্প আবাসন: হোটেল ছাড়াও ভিলা, হোমস্টে বা অ্যাপার্টমেন্ট বুক করতে পারেন। অনেক ওয়েবসাইটেই এই ধরনের বিকল্প আবাসনের খোঁজ পাওয়া যায়। এতে প্রায়ই হোটেলের চেয়ে কম খরচ হয়।

০৭ ১০

স্থানীয় পরিচিতদের সঙ্গে যোগাযোগ করুন: আপনি যে জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেখানে আপনার কোনও পরিচিত থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁরা আপনাকে স্থানীয় ভাবে কোনও ভাল গেস্ট হাউস বা থাকার ব্যবস্থা খুঁজে দিতে সাহায্য করতে পারেন।

০৮ ১০

সোশ্যাল মিডিয়া গ্রুপ: বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ট্র্যাভেল গ্রুপ থাকে। এই গ্রুপগুলিতে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। অনেক সময়ে অন্যান্য পর্যটক বা স্থানীয় বাসিন্দারা আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন।

০৯ ১০

স্থানীয় ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার: আপনি গন্তব্যে পৌঁছনোর পরে স্থানীয় পর্যটক তথ্যকেন্দ্রে খোঁজ নিতে পারেন। তাদের কাছে ওই এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসের তালিকা থাকে।

১০ ১০

বাজেট প্ল্যান: যদি আপনার বাজেটে কুলিয়ে যায়, তবে একটু বেশি দামের হোটেলগুলিতেও খোঁজ নিতে পারেন। অনেক সময়ে মাঝারি দামের হোটেলগুলি বুক হয়ে গেলেও কিছু দামি হোটেলে ঘর ফাঁকা থাকতে পারে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement