Travel during Durga Puja

পুজোর সময়ে উত্তরবঙ্গে বেড়াতে যাবেন ভাবছেন? ট্রেনের টিকিট শেষ, তা হলে বিকল্প রাস্তা কী হতে পারে?

পুজোয় উত্তরবঙ্গে যাওয়ার সব ট্রেনের টিকিট শেষ। এ বার কী ভাবে পৌঁছোতে পারবেন আপনি? জেনে নিন বিকল্প রাস্তাগুলি সম্পর্কে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:৫৩
Share:

প্রতীকী চিত্র

পুজোর সময় উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, কিন্তু ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে? এই সমস্যা নতুন নয়। পুজোর ছুটির সময় ট্রেনগুলির টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই, কারণ ট্রেনের টিকিট না পেলেও উত্তরবঙ্গে পৌঁছোনোর বিকল্প রাস্তা এখনও খোলা আছে।

Advertisement

বিকল্প হিসাবে মালদা হয়ে উত্তরবঙ্গ যাওয়া যায়। এই পদ্ধতিটি অনেকের কাছে পরিচিত না হলেও, এটি আসলে বেশ সহজ এবং সুবিধাজনক।

মালদা হয়ে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা

Advertisement

কলকাতা থেকে মালদা:

ট্রেন: যদি মালদা পর্যন্ত ট্রেনের টিকিট পান, তা হলে সেটাই সবচেয়ে ভাল বিকল্প। হাওড়া বা শিয়ালদহ থেকে মালদা টাউনের দিকে অনেক ট্রেন চলে।

বাস: ট্রেনের টিকিট না পেলে কলকাতা থেকে মালদা পর্যন্ত সরাসরি বাসে যেতে পারেন। অনেক বাস সংস্থা এই রুটে পরিষেবা দেয়, যেমন সরকারি বাস এবং বেসরকারি এসি/নন-এসি বাস। সাধারণত ৮-১০ ঘণ্টা সময় লাগে। বাসে যাত্রা আরামদায়ক হতে পারে এবং রাতের বাস নিলে সকালে মালদা পৌঁছে যাবেন।

২. মালদা থেকে উত্তরবঙ্গের দিকে:

মালদা টাউন পৌঁছোনোর পর সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক কিছু পাবেন।

শিলিগুড়ি: মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য নিয়মিত বাস পরিষেবা আছে। এই বাসগুলি মালদা টাউন বাসস্ট্যান্ড থেকে ছাড়ে এবং সাধারণত ৩-৪ ঘণ্টায় শিলিগুড়ি পৌঁছে যায়। শিলিগুড়ি থেকে সহজেই দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স বা সিকিমের দিকে যেতে পারবেন। এ ছাড়াও দিল্লি, বা পশ্চিম ভারত থেকে একাধিক ট্রেন উত্তরবঙ্গের দিকে আসে যা মালদা হয়েই যায়। হাওড়া, শিয়ালদহ থেকে ছাড়া ট্রেনগুলির তুলনায় এতে ভিড় কম হয়, সিটও ফাঁকা থাকে অনেক সময়ই। সেই ট্রেনে করেও মালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে পারেন।

জলপাইগুড়ি/ডুয়ার্স: যাঁরা ডুয়ার্স বা জলপাইগুড়ির দিকে যেতে চান, তাঁরা মালদা থেকে সরাসরি বাসে এই জায়গাগুলি যেতে পারেন। এই রুটেও বাস পরিষেবা রয়েছে।

গাড়ি ভাড়া: মালদা থেকে এই সব জায়গায় যাওয়ার জন্য গাড়িও ভাড়া করতে পারেন। বিশেষ করে যদি আপনাদের একটি বড় গ্রপ থাকে, তাহলে গাড়ি ভাড়া করে নিলে সময় এবং খরচ দুটোই বাঁচানো যায়। স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে বা অনলাইন অ্যাপে গাড়ির ব্যবস্থা করা সম্ভব।

৩. কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস:

আগে থেকে বুকিং: বাস এবং গাড়ি যদি আগে থেকে বুক করা যায়, তা হলে নিশ্চিন্ত হয়ে যাত্রা শুরু করতে পারেন।

রাতভর যাত্রা: কলকাতা থেকে রাতের বাসে মালদা যাত্রা করলে সকালে পৌঁছেই আপনার উত্তরবঙ্গের দিকে রওনা দিতে পারবেন।

মালদায় এক রাত থাকা: যদি মালদা থেকে পরের দিন সকালের বাসের টিকিট পান, তবে মালদায় একটি হোটেলে রাত কাটানোর ব্যবস্থা করতে পারেন।

৪. কলকাতা থেকে সোজা শিলিগুড়ি:

কলকাতা থেকে সোজা শিলিগুড়ি বাসেও চলে যেতে পারেন, ধর্মতলা থেকে এসি, নন-এসি, স্লিপার বাস চলে। দশ থেকে এগারো ঘণ্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবেন।

সুতরাং, ট্রেনের টিকিট না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণের জন্য মালদা হয়ে যাত্রা একটি চমৎকার বিকল্প হতে পারে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement