Bangladesh News

শিবগঞ্জের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান পুলিশের

সকাল থেকে ঘিরে রাখা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সকালে আবার অপারেশন শুরু হবে বলে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় শুরু করার দুই ঘণ্টা পরই স্থগিত করা হয় সোয়াট সদস্যদের চূড়ান্ত অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:৪৭
Share:

সকাল থেকে ঘিরে রাখা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সকালে আবার অপারেশন শুরু হবে বলে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় শুরু করার দুই ঘণ্টা পরই স্থগিত করা হয় সোয়াট সদস্যদের চূড়ান্ত অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’।

Advertisement

বুধবার রাত ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে সোয়াটের কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার জানান, রাতের মতো অপারেশন স্থগিত করা হয়েছে। সকালে আবার চলবে। তিনি জানান, ওই বাড়ির ভেতর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্যে করে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ায় বাড়িটির ভেতরের অবস্থা কী তা জানা যাচ্ছে না। জেনারেটর দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও ওই জায়গায় রয়েছেন।

ঢাকা পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আলি জানান, রাত ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে চারটি বিকট বিস্ফারণের শব্দ শোনা গিয়েছে। তার পরই ঢাকা থেকে হেলিকপ্টারে করে চাঁপাইনবাবগঞ্জে আসার পর উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়ির কাছে পৌঁছান সোয়াট সদস্যেরা। অপারেশন শুরুর পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আবদুল মান্নান বলেন, “সোয়াট সদস্যরা অপারেশন শুরু করেছেন। একতলা ওই বাড়ির ভেতরে নারী ও শিশুসহ চারজন আছেন বলে আমাদের অনুমান। দিনে মাইকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।”

Advertisement

আরও পড়ুন:‘রেললাইন থেকে তুলে আনা পাথরে ক্রস চিহ্ন এঁকে উপহার দিয়েছিলেন’

অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে দুপুরে দুটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি এনে রাখা হয় ঘটনাস্থলের কাছে। সকালেই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাতে অভিযান চালানোর জন্য এনে রাখা হয় জেনারেটর। জননিরাপত্তার স্বার্থে শিবগনগর ও আশপাশের এলাকায় সকালেই ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন