এক দিনে দু’বার গ্রেফতারি পরোয়ানা জারি খালেদার বিরুদ্ধে

আদালত খালেদার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানাটি জারি করে মানহানির মামলায়। দ্বিতীয়টি আদালতে গরহাজিরার জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ২২:০৫
Share:

ফাইল চিত্র।

এক দিনে দু’বার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে। খালেদা এখন লন্ডনে রয়েছেন।

Advertisement

আদালত খালেদার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানাটি জারি করে মানহানির মামলায়। দ্বিতীয়টি আদালতে গরহাজিরার জন্য।

বৃহস্পতিবার ঢাকার বক্সিবাজারে কারা অধিদফতরে তৃতীয় বিশেষ জজের আদালতে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিনের আবেদন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার আগে, সকালে ঢাকার মহানগর হাকিম নূর নবি মানহানি মামলায় খালেদার গ্রেফতারির নির্দেশ দেন।

Advertisement

আরও পড়ুন: জন্মদিনেই নতুন জীবন শুরু, ফের ছবি করছেন অপু বিশ্বাস

গত ৯ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় বাসে পেট্রোল বোমা হামলার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

২০১৬-র ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে একটি মানহানির মামলা করেন খালেদার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement