International

আত্মঘাতী জঙ্গি কাদরির দেহ উদ্ধার, শেষ হল ‘অপারেশন রিপল-২৪’

আত্মঘাতী জঙ্গি আফিফ কাদরির মৃতদেহ আর বিপুল অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো রাজধানী ঢাকার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান ‘অপারেশন রিপল-২৪’। বড়দিন বা থার্টি ফার্স্টে আত্মঘাতী হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল দক্ষিনখানে আশকোনার বাড়িটি থেকে। এমনটাই জানিয়েছেন ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ২২:০০
Share:

ধৃত কিশোর জঙ্গি।

আত্মঘাতী জঙ্গি আফিফ কাদরির মৃতদেহ আর বিপুল অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো রাজধানী ঢাকার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান ‘অপারেশন রিপল-২৪’। বড়দিন বা থার্টি ফার্স্টে আত্মঘাতী হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল দক্ষিনখানে আশকোনার বাড়িটি থেকে। এমনটাই জানিয়েছেন ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, আত্মঘাতী মহিলাকে দিয়েই হামলার পরিকল্পনা ছিল বলে তাঁরা মনে করছেন। বাড়িটিকে জঙ্গিরা সাংগঠনিক কাজে ব্যবহার করত। বাড়িটিতে শীর্ষ স্তরের জঙ্গিদের আনাগোনা ছিল।

Advertisement

আরও পড়ুন- ফের সন্ত্রস্ত ঢাকা, এ বার হানা মহিলা মানববোমার

রবিবার বেলা ১১টার কিছু পরে ‘সূর্য ভিলা’ নামের বাড়িটিতে থাকা বিস্ফোরক দ্রব্য সরিয়ে ফেলার কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে আট ঘন্টার চেষ্টার পর আগের দুটি সক্রিয় গ্রেনেড সহ মোট ১৯টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র। ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের বম্ব ডিজপোজাল ইউনিট। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর প্রতিরোধে জঙ্গিরা নিজেদের ব্যবহার করা মোবাইল, ল্যাপটপ ও সাংগঠনিক দলিলপত্র পুড়িয়ে ফেলে।

Advertisement

‘সূর্য ভিলা’ নামে বাড়িটির নিচের তলায় যে ঘরে নিহত জঙ্গি, কিশোর আফিফ কাদরির মৃতদেহ ছিল, সেখানে বিপজ্জনক অবস্থায় দু’টো গ্রেনেডের পাশাপাশি আরো ১৫টি গ্রেনেডের সন্ধান পায় পুলিশ। আফিফের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement