চট্টগ্রামে দেশীয় সহপাঠীর হাতে খুন ভারতীয়

চট্টগ্রামের আব্দুল হামিদ সড়কের একটি আবাসনে আলাদা দু’টি ঘরে তিন ভারতীয় ছাত্র ঘর ভাড়া নিয়ে থাকতেন। আসিফ শেখ ও উইলসন মাইসনাম সিংহ থাকতেন একটি ঘরে। পাশের ঘরে সস্ত্রীক থাকতেন নিরাজ গুরু নামে আর এক ছাত্র। এঁরা সকলেই একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০৪:৫৩
Share:

—প্রতীকী চিত্র

চট্টগ্রামে নিজের দেশেরই এক সহপাঠীর হাতে খুন হলেন এক ভারতীয় মেডিক্যাল ছাত্র। খুনে অভিযুক্ত ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হতে চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাঁকে নামিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

চট্টগ্রামের আব্দুল হামিদ সড়কের একটি আবাসনে আলাদা দু’টি ঘরে তিন ভারতীয় ছাত্র ঘর ভাড়া নিয়ে থাকতেন। আসিফ শেখ ও উইলসন মাইসনাম সিংহ থাকতেন একটি ঘরে। পাশের ঘরে সস্ত্রীক থাকতেন নিরাজ গুরু নামে আর এক ছাত্র। এঁরা সকলেই একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তেন। রাত সোয়া একটার সময়ে নিরাজ ও তাঁর স্ত্রী আসিফ ও উইলসনকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আসিফকে মৃত বলে ঘোষণা করা হয়। জখম উইলসনকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিরাজের বর্ণনা অনুযায়ী, আসিফ এবং উইলসন দরজা বন্ধ করে মদ্যপান করছিলেন। সাড়ে বারোটার সময়ে সেই ঘরের মধ্যে প্রবল ঝগড়া ও মারপিটের শব্দ পেয়ে নিরাজ ও তাঁর স্ত্রী দরজায় ধাক্কা দিতে থাকেন। কিন্তু কেউ দরজা না খোলায় দরজা ভেঙে ফেলেন তাঁরা। ঘরের মধ্যে আসিফকে রক্তাক্ত অবস্থায় এবং উইলসনকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়ায় উইলসন প্রাণে বেঁচে যান। এর পরে প্রতিবেশীদের ডেকে নিরাজ ও তাঁর স্ত্রী দু’জনকে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

পুলিশের ধারণা, ঝগড়ার পরে উইলসন ধারালো অস্ত্র দিয়ে আসিফকে মেরে নিজে আত্মহত্যা করতে যান। আসিফের দেহে ছুরির বেশ কয়েকটি ক্ষত মিলেছে। তবে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। পুলিশ জানিয়েছে, মণিপুরের বাসিন্দা উইলসনের অবস্থাও সঙ্কটজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। তিনি একটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে, বন্ধ ঘরের মধ্যে ঠিক কী ঘটেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন