তহবিল দুর্নীতি মামলায় জামিন খালেদার

জিয়া এতিমখানা তহবিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ফেব্রুয়ারির ৮ তারিখে বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাবাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০২:১৫
Share:

অবশেষে জামিন পেলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। জিয়া এতিমখানা তহবিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ফেব্রুয়ারির ৮ তারিখে বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাবাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। তার পর থেকে ৩২ দিন তিনি ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানায় বন্দি রয়েছেন। মঙ্গলবার মুক্তি পেতে পারেন খালেদা।

Advertisement

এর পরে রায়ের সার্টিফায়েড কপি প্রকাশিত হওয়ার পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা। সোমবার দুই বিচারপতি বিএনপি নেত্রীকে ৪ মাসের জন্য জামিন মঞ্জুর করেছেন। বিচারপতিরা বলেছেন, তুলনামূলক কম এই সাজায় জামিন দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে সরকার পক্ষ জামিনের বিরোধিতা করেন। তাদের ফের আপিল করার সুযোগ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement