খালেদার জন্য দু’ঘণ্টা অনশন!

সোমবার মানববন্ধনের পরে বুধবার অনশন পালন করলেন দলের নেতাকর্মীরা। কিন্তু তার মেয়াদ দু’ঘণ্টা, সকাল ১০টা থেকে ১২টা! 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৫
Share:

অনাথালয়ের জন্য আসা কয়েক কোটি টাকার বিদেশি অর্থসাহায্য তছরুপের মামলায় শাস্তি পেয়ে জেলে রয়েছেন নেত্রী খালেদা জিয়া। তাঁর মুক্তির জন্য আন্দোলনে নেমেছে তাঁর দল বিএনপি। সোমবার মানববন্ধনের পরে বুধবার অনশন পালন করলেন দলের নেতাকর্মীরা। কিন্তু তার মেয়াদ দু’ঘণ্টা, সকাল ১০টা থেকে ১২টা!
অনশন চলাকালীন বক্তৃতা দিয়ে দলের নেতারা ঘোষণা করলেন— এই কর্মসূচিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁরা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন। নেত্রী সাত মাস আগে জেলে ঢোকার পরে, তাঁর দলের এ হেন আন্দোলনে হাসাহাসি পড়েছে বাংলাদেশে। তাঁর জেলে আদালত বসানো হলেও, আর একটি দুর্নীতির মামলায় খালেদা বুধবার হাজিরা দেননি। আগের দিন আদালতে এসে তিনি জানান, পা ফুলে যাবে বলে তিনি আসবেন না। এ দিন বিচারক তাঁর আইনজীবীদের বলেন, খালেদার গরহাজিরাতেও শুনানি চালানো যায় কি না, তাঁরা ভেবে দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement