প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাধিক পদে চাকরির সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে তেমনটাই জানানো হয়েছে।
জেলায় নিয়োগ হবে কমিউনিটি হেল্থ অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫৩। তাঁদের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলার বিভিন্ন অঞ্চলে কাজ করতে হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ২০,০০০ টাকা।
উল্লিখিত পদে নার্সিং বা আয়ুর্বেদ-এ স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। যোগ্যতার সমস্ত মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।