Sister Nivedita University

প্রতিভাবান শিল্পীদের জন্য আকর্ষণীয় কেরিয়ারের সন্ধান দিচ্ছে এসএনইউ

Advertisement

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ২২:৫৯
Share:

এসএনইউ-র ফাইন আর্টস কোর্সটি শিক্ষার্থীদের সামনে অনেকগুলি দরজা খুলে দেবে

সৃজনশীল ভাবনা ও কল্পনাশক্তি থাকলে, ফাইন আর্টস বিভাগে রয়েছে আকর্ষণীয় কেরিয়ার তৈরির সুযোগ।

Advertisement

সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে পেশাদার শিল্পী এবং ডিজাইনারদের চাহিদা বেড়েই চলেছে। এবং সেই চাহিদার কথা মাথায় রেখেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অন্তর্গত স্কুল মিডিয়া কমিউনিকেশন ফাইন আর্টস অ্যান্ড ডিজাইন শিক্ষার্থীদের আরও উন্নত ও পেশাদার করে তুলতে উৎকর্ষ মানের শিক্ষাব্যবস্থার আয়োজন করেছে।

এসএনইউ-এর ফাইন আর্টস স্কুলের সঙ্গে নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আর্টসএকর ফাউন্ডেশন এবং যেটি নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি'র আর্টসএকর মিউজিয়ামে অবস্থিত।

Advertisement

যে কোনও সৃজনশীল মনকে বিকশিত হওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক স্থানের। একটি সঠিক ভিত্তির। এবং এই বিশ্ববিদ্যালয় সেই বিকাশের আকাঙ্খাকে বাহবা দেয়, প্রশংসা করে। এই কারণেই এসএনইউ-এর আর্ট মিউজিয়াম সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকে। যে কোনও ছাত্র-ছাত্রী যে কোনও সময়েই মিউজিয়ামে যেতে পারে।

স্নাতক এবং স্নাতকোত্তর - ফাইন আর্টসে উভয় কোর্সই পড়ানো হয় এসএনইউ-তে।

ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ)
সময়কাল: ৪ বছর
যোগ্যতা: দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে কোনও স্ট্রিমে ৫০ শতাংশ নম্বর পেলেই এই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যায়।
বিষয়: চিত্রকলা, ভাস্কর্য, আর্টের ইতিহাস, সেরামিক, অ্যাপ্লায়েড আর্ট, প্রিন্টমেকিং

ব্যাচেলর ইন ডিজাইন (বিডিজ)
সময়কাল: ৪ বছর
যোগ্যতা: দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে কোনও স্ট্রিমে ৫০ শতাংশ নম্বর পেলেই এই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যায়।
বিষয়: প্রোডাক্ট ডিজাইন, কমিউনিকেশন ডিজাইন

বিএসসি ইন ফ্যাশন ডিজাইন
সময়কাল: ৩ বছর
যোগ্যতা: দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে কোনও স্ট্রিমে ৫০ শতাংশ নম্বর পেলেই এই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যায়।
বিষয়: টেক্সটাইল ডিজাইন, অ্যাকসেসরি ডিজাইন

মাস্টার্স ইন ফাইন আর্টস (এমএফএ)
সময়কাল: ২ বছর
যোগ্যতা: বি ডিজাইন কিংবা তার সমতুল্য কোনও কোর্সে ৫০ শতাংশ নম্বর পেলেই ভর্তির জন্য আবেদন করা যায়।
বিষয়: চিত্রকলা, ভাস্কর্য, আর্টের ইতিহাস, সেরামিক, অ্যাপ্লায়েড আর্ট, প্রিন্টমেকিং

ফাইন আর্টস বা চারুকলায় স্নাতক হওয়ার পরে, শিক্ষার্থীরা অ্যাকামেডিশিয়ান, শিল্পী, ফটোগ্রাফার, বা ডিজাইনার হিসেবে কাজ করতে পারে। এ ছাড়াও তারা আর্কিটেকচার, ফিল্ম এবং টেলিভিশন, মিডিয়া, বিজ্ঞাপন, পাব্লিশিং হাউজ, টেক্সটাইল শিল্প ইত্যাদি ক্ষেত্রে ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারে।

এসএনইউ-এর এই পদক্ষেপের প্রসঙ্গে ফাইন আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের টিচার ইন চার্জ, প্রফেসর সোমা ভৌমিক জানালেন, "শিক্ষার্থীদের শৈল্পিক এবং সৃজনশীল মনকে বিকশিত করার জন্য, এসএনইউ ফাইন আর্টস এবং ডিজাইন প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্কশপ, আন্তর্জাতিক সেমিনার, এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম ইত্যাদির কর্মসূচির আয়োজন করা হয় যা আখেরে তাদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে সাহায্য করে।" পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে তাদের বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপেও পাঠানো হয়।

এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। স্পনসরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন