BRICS Skills Competition 2025

‘ব্রিকস স্কিলস প্রতিযোগিতা ২০২৫’-এ নজরকাড়া সাফল্য ভারতীয় শিক্ষার্থীদের

‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র শিক্ষার্থীরা ‘ব্রিকস স্কিলস প্রতিযোগিতা ২০২৫’-এ অংশগ্রহণ করে সমগ্র দেশকে গর্বিত করেছেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১২:১৫
Share:

‘ব্রিকস স্কিলস প্রতিযোগিতা ২০২৫’-এর বিজয়ীরা

‘ব্রিকস স্কিলস প্রতিযোগিতা ২০২৫’ একটি আন্তর্জাতিক মঞ্চ, যা ব্রাজ়িল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, এই পাঁচটি ব্রিকস অন্তর্ভুক্ত দেশের তরুণ উদ্ভাবক ও পেশাজীবীদের একত্রিত করে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবন এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে। এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের উৎসাহিত করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি প্রভৃতি অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে তাদের দক্ষতা প্রদর্শন করতে।

‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য

‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র শিক্ষার্থীরা ‘ব্রিকস স্কিলস প্রতিযোগিতা ২০২৫’-এ অংশগ্রহণ করে সমগ্র দেশকে গর্বিত করেছেন। চিনে ২ থেকে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজ়ুয়ালাইজেশন’ বিভাগে ব্রিকস দেশসমূহ ও অন্যান্য দেশের মোট ২৩৭ জন প্রতিযোগী অংশ নেন।

অফলাইন ক্ষেত্রে সাফল্য:

প্রথম পুরস্কার: স্নেহা কুণ্ডু (তৃতীয় বর্ষ, বি.টেক সিএসই)

দ্বিতীয় পুরস্কার: শিবম মণ্ডল (দ্বিতীয় বর্ষ, বি.টেক সিএসই – এআইএমএল)

অনলাইন ক্ষেত্রে সাফল্য:

দ্বিতীয় পুরস্কার: তুনীর অধিকারী এবং সৈকত প্রধান (তৃতীয় বর্ষ, বি.টেক সিএসই)

তৃতীয় পুরস্কার: অহনা দাসগুপ্ত (তৃতীয় বর্ষ, বি.টেক সিএসই)

শিক্ষক সম্মাননা:

ইন্দ্রনীল সরকার (অ্যাসোসিয়েট প্রফেসর, সিএসই) এবং সায়নী মণ্ডল (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিএসই) অসাধারণ পরামর্শ ও দিকনির্দেশনার জন্য ‘এক্সেলেন্ট এক্সপার্ট’ সম্মানে ভূষিত হয়েছেন।

এই গৌরবময় সাফল্য উদ্ভাবন, উন্নতি এবং আধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের প্রতিযোগিতার ক্ষেত্রে ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে প্রতিফলিত করে।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন