HP Ghosh Hospital

‘জেরিয়াট্রিক মেডিসিন’ বিভাগের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনায় এইচপি ঘোষ হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দেবনাথ

বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিশেষ চিকিৎসা পদ্ধতি হল ‘জেরিয়াট্রিক মেডিসিন’ বা বার্ধক্যবিদ্যা। ‘জেরিয়াট্রিক মেডিসিন’-এর চিকিৎসকদের ‘জেরিয়াট্রিশিয়ান’ বলা হয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫
Share:

প্রতীকী চিত্র (ছবি: সংগৃহীত)

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক সমস্যা বাড়তে থাকে। বিশেষ করে মানুষ যখন বার্ধক্য পর্যায়ে এসে পৌঁছয়, তখন সাধারণ শারীরিক সমস্যাগুলির পাশাপাশি বার্ধক্যজনিত আরও নানা সমস্যার সৃষ্টি হয়। বার্ধক্যের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই কমে যায়। তাই এই সময়ে বিশেষ যত্নের প্রয়োজন হয়। বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার এই বিশেষ চিকিৎসা পদ্ধতি হল ‘জেরিয়াট্রিক মেডিসিন’ বা বার্ধক্যবিদ্যা। ‘জেরিয়াট্রিক মেডিসিন’-এর চিকিৎসকদের ‘জেরিয়াট্রিশিয়ান’ বলা হয়।

সম্প্রতি এই বিশেষ চিকিৎসা পদ্ধতি নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এইচপি ঘোষ হাসপাতালের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক দীপঙ্কর দেবনাথ সবিস্তার আলোচনা করেছেন।

‘জেরিয়াট্রিক’ বিভাগে বার্ধক্যজনিত রোগের সমস্ত ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। এ ছাড়াও এই চিকিৎসা পদ্ধতিতে শুধু বিশেষ কোনও অঙ্গের নয়, পুরো শরীরেই কোথায় কি সমস্যা আছে সেই বিষয়টিও খুঁটিয়ে দেখা হয়। পাশাপাশি রোগ হওয়ার পূর্বেই তা প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়াও ‘জেরিয়াট্রিক’ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে ‘হোমকেয়ার সার্ভিসেস’ রয়েছে, অর্থাৎ হাসপাতালের বাইরও রোগীরা নিজেদের বাড়িতে থেকেও এই পরিষেবার সুবিধা পেতে পারেন।

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

বার্ধক্যজনিত রোগের সমস্ত ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনায় চিকিৎসক দীপঙ্কর দেবনাথ

চিকিৎসক দেবনাথের মতে, ‘জেরিয়াট্রিক’ বিভাগে শারীরিক সমস্যারও প্রতিটি খুঁটিনাটি দিকগুলিকে সূক্ষ্মভাবে বিচার করা হয়। পাশাপাশি কী কী করণীয়, কী কী করণীয় নয় সবটাই এখানে রোগীকে বলে দেওয়া হয়। যাতে তারা আগামীদিনগুলিতেও সুস্থ থাকতে পারেন। মেডিক্যাল, নন মেডিক্যাল সমস্ত ধরনের সুবিধাই এই ‘জেরিয়াট্রিক’ বিভাগে পাবেন। পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও রোগীর বিশেষ তত্ত্বাবধানের প্রয়োজন পড়ে। সেই ব্যবস্থাও ‘জেরিয়াট্রিক’ বিভাগে রয়েছে। প্রত্যেকের সমস্যা অনুযায়ী রোগ নির্ধারণ করে পরিষেবা দেওয়া হয়।

তাই বার্ধক্যজনিত যে কোনও সমস্যায় চলে আসুন কলকাতার এইচপি ঘোষ হাসপাতালে। কারণ, কলকাতার এইচপি ঘোষ হাসপাতালে ‘জেরিয়াট্রিক’ বিভাগের সুবিধার সহজলভ্যতা রয়েছে।

হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪

বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/

এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন