HP Ghosh Hospital

‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ কি সাধারণ জীবনযাপনকে ব্যাহত করে? আলোচনায় এইচপি ঘোষ হাসপাতালের চিকিৎসক রশ্মি রুংটা

‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ হল অটোইমিউন অবস্থার একটি রূপ, যা অন্য ধরনের আর্থ্রাইটিসের থেকে আলাদা হয়। এই আর্থ্রাইটিস শরীরের জয়েন্টগুলিতে আক্রমণ করে ফোলাভাব এবং প্রবল ব্যথার কারণ হয়ে ওঠে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৬:১৫
Share:

প্রতীকী চিত্র

জ্বর, সর্দি, কাশির মতো এখন বাত বা আর্থ্রাইটিসও ঘরে ঘরে এক সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র চল্লিশ ঊর্ধ্ব মানুষদেরই বাতের সমস্যা দেখা যায় এমনটা নয়। অনিয়মিত জীবনযাত্রার জন্য এখন খুব কম বয়সেও অনেকে বাতের সমস্যায় ভুগছেন। এই বাত বা আর্থ্রাইটিসেরই অপর একটি জটিল রূপ হল ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’।

কিন্তু কী এই ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’?

‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ হল অটোইমিউন অবস্থার একটি রূপ, যা অন্য ধরনের আর্থ্রাইটিসের থেকে আলাদা হয়। এই আর্থ্রাইটিস শরীরের জয়েন্টগুলিতে আক্রমণ করে ফোলাভাব এবং প্রবল ব্যথার কারণ হয়ে ওঠে। এটি শরীরের উভয়দিকের জয়েন্টগুলিতেই প্রভাব ফেলে।

সম্প্রতি আনন্দবাজার ডট কমের সঙ্গে আলোচনায় ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ নিয়ে বিশদে আলোচনা করেছেন এইচপি ঘোষ হাসপাতালের কনসালট্যান্ট রিউমাটোলজিস্ট চিকিৎসক রশ্মি রুংটা।

বিস্তারিত জানতে নীচের ভিডিয়োটি দেখুন:

‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ নিয়ে আলোচনায় চিকিৎসক রশ্মি রুংটা

চিকিৎসক রশ্মি রুংটা জানিয়েছেন, “রিউমাটয়েড আর্থ্রাইটিসে মূলত ছোট গাঁটগুলিতে ব্যথা হয়। হাতের কব্জিতে, আঙুলের গাঁটগুলিতে, কনুইতে, পায়ের গোড়ালিতে, আঙুলে এবং কাঁধে ঘাড়েও ব্যথা হতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর এই ব্যথার অনুভূতি বেশি হয়।”

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, “এই ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’-এর ক্ষেত্রে গাঁট ছাড়াও শরীরের যে কোনও জায়গায় ব্যথা হতে পারে। এমনটি ফুসফুসেও এর সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এ ছাড়াও চোখে এবং ত্বকেও এই ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’-এর প্রভাব পড়তে পারে।”

চিকিৎসা পদ্ধতি এখন অনেক উন্নত। ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’-এর ক্ষেত্রে এখন অনেক নতুন ধরনের ওষুধের ব্যবহার করা হয়। তাই সময়মতো এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হলে ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’-এর রোগীরাও এখন সম্পূর্ণ সাধারণ জীবনযাপন করতে পারেন।

হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪

বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/

এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন