Induction Programme

২৪তম ইন্ডাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে কলকাতার অন্যতম বিজ়নেস স্কুল স্বাগত জানাল ভবিষ্যৎ প্রজন্মকে

গ্লোবসিন বিজ়নেস স্কুল (জিবিএস), সম্প্রতি তার ২৪তম ইন্ডাকশন প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীদের গ্লোবসিন পরিবারে স্বাগত জানানো হয়েছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১১:২৬
Share:
০১ ২০

‘গ্লোবসিন বিজ়নেস স্কুল’ (জিবিএস), বিগত ২৩ বছর ধরে ম্যানেজমেন্ট শিক্ষায় বিপ্লব ঘটিয়ে চলেছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সম্প্রতি তার ২৪তম ইন্ডাকশন প্রোগ্রাম আয়োজন করেছে, যেখানে ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীকে গ্লোবসিন পরিবারে স্বাগত জানানো হয়েছে।

০২ ২০

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘পিজিডিএম এবং পিজিডিএম – বিজ়নেস অ্যানালিটিক্স’-এ পাঠরত শিক্ষার্থীদের ইন্ডাকশন প্রোগ্রামের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন (বাম থেকে ডানে): এক্সটার্নাল এইচআর অ্যাডভাইজ়র – সি-সুইট অব টাটা এনওয়াইকে, সিঙ্গাপুর, প্রাক্তন প্রধান – এইচআর ও আইআর, টাটা স্টিল এবং ‘জিবিএস’-এর একাডেমিক কাউন্সিল সদস্য, সুচিত্রা গুহ, গ্লোবসিন গ্রুপের সহ সভাপতি অধ্যাপক, আর. সি. ভট্টাচার্য, ‘এআইসিটিই’-এর প্রাক্তন চেয়ারম্যান, ‘আইআইটি খড়গপুর’-এর প্রাক্তন পরিচালক এবং ‘জিবিএস’-এর গভর্নিং কাউন্সিল সদস্য, অধ্যাপক দামোদর আচার্য, ‘জিবিএস’-এর ডিরেক্টর ও ট্রাস্টি রাহুল দাশগুপ্ত এবং গ্লোবসিন নলেজ ফাউন্ডেশনের ট্রাস্টি রঞ্জনা দাশগুপ্ত।

০৩ ২০

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘এমবিএ’ (গ্লোবাল) পাঠরত শিক্ষার্থীদের ইন্ডাকশন প্রোগ্রামের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন (বাম থেকে ডানে): মহর্ষি দয়ানন্দ এডুকেশন ট্রাস্ট-এর সিইও, ফাইন্যান্স ও আইটি, পার্সোনাল কেয়ার বিজ়নেস, আইটিসি লিমিটেডের প্রাক্তন প্রধান এবং ‘জিবিএস’-এর একাডেমিক কাউন্সিল সদস্য, অনিল কুমার গর্গ, ‘এমজাংশন সার্ভিসেস লিমিটেড’-এর চেয়ারম্যান এবং ‘জিবিএস’-এর গভর্নিং কাউন্সিল সদস্য, সন্দীপন চক্রবর্তী, গ্লোবসিন গ্রুপের সহ সভাপতি অধ্যাপক আর. সি. ভট্টাচার্য, ‘জিবিএস’-এর ডিরেক্টর ও ট্রাস্টি, রাহুল দাশগুপ্ত, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কুল অব বিজ়নেসের ডিন, অধ্যাপক শাহীন মানসোরি এবং ‘জিবিএস’-এর প্রধান অধ্যাপক অভিষেক কুমার।

০৪ ২০

গ্লোবসিন মন্ত্র শুরু হওয়ার পর হলে উপস্থিত সকল দর্শকরা সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে পড়েন।

০৫ ২০

‘জিবিএস’-এর ডিরেক্টর এবং ট্রাস্টি, রাহুল দাশগুপ্ত, ২৪তম ইন্ডাকশন অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন।

০৬ ২০

গ্লোবসিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিক্রম দাশগুপ্ত, তাঁর অনন্য ভঙ্গিতে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন শুরু করেন।

০৭ ২০

অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘এআইসিটিই’-এর প্রাক্তন চেয়ারম্যান, ‘আইআইটি খড়গপুর’-এর প্রাক্তন পরিচালক এবং ‘জিবিএস’-এর গভর্নিং কাউন্সিল সদস্য, অধ্যাপক দামোদর আচার্য, ‘পিজিডিএম এবং পিজিডিএম – বিজ়নেস অ্যানালিটিক্স’ পাঠরত নবনিযুক্ত ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

০৮ ২০

অনুষ্ঠানে উপস্থিত থেকে এক্সটার্নাল এইচআর অ্যাডভাইজ়র – সি-সুইট অব টাটা এনওয়াইকে, সিঙ্গাপুর, প্রাক্তন প্রধান – এইচআর ও আইআর, টাটা স্টিল, এবং ‘জিবিএস’-এর একাডেমিক কাউন্সিল সদস্য, সুচিত্রা গুহ, ‘পিজিডিএম এবং পিজিডিএম – বিজ়নেস অ্যানালিটিক্স’ পাঠরত নবনিযুক্ত ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

০৯ ২০

অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘এমজাংশন সার্ভিসেস লিমিটেড’-এর চেয়ারম্যান এবং ‘জিবিএস’-এর গভর্নিং কাউন্সিল সদস্য, সন্দীপন চক্রবর্তী, এমবিএ (গ্লোবাল) পাঠরত নবনিযুক্ত ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

১০ ২০

অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘মহর্ষি দয়ানন্দ এডুকেশন ট্রাস্ট’-এর সিইও, ফাইন্যান্স ও আইটি, পার্সোনাল কেয়ার বিজ়নেস, ‘আইটিসি লিমিটেড’-এর প্রাক্তন প্রধান এবং ‘জিবিএস’-এর একাডেমিক কাউন্সিল সদস্য, অনিল কুমার গর্গ, এমবিএ (গ্লোবাল) পাঠরত নবনিযুক্ত ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

১১ ২০

‘গ্লোবসিন গ্রুপ’-এর ভাইস চেয়ারম্যান, অধ্যাপক আর. সি. ভট্টাচার্য, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য রাখেন।

১২ ২০

‘জিবিএস’-এর ডিরেক্টর ও ট্রাস্টি, রাহুল দাশগুপ্ত, ‘রিথিংকিং দ্য এমবিএ’ এই বিষয়ে বক্তব্য রাখেন। এটি একটি প্রেরণাদায়ক ইন্টারেক্টিভ সেশন ছিল, যেখানে এমবিএ শিক্ষার সম্পূর্ণ ধারণাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনার পাশাপাশি আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়।

১৩ ২০

‘মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-এর স্কুল অব বিজ়নেস-এর ডিন, অধ্যাপক শাহীন মানসোরি, এমবিএ (গ্লোবাল) পাঠরত ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান প্রদান করেন।

১৪ ২০

প্রাক্তনীদের নিয়ে একটি প্যানেল ডিসকাশন হয় যার বিষয় ছিল ‘হু আর দ্য নিউ এজ ম্যানেজার্স? - অ্যান ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ’। এখানে নবনিযুক্ত শিক্ষার্থীরা ‘গ্লোবসিন বিজ়নেস স্কুল’-এর প্রাক্তনীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

১৫ ২০

কর্পোরেট দুনিয়ার কিছু উজ্জ্বল মেধাবী ব্যক্তিত্ব একত্রিত হয়ে একটি কর্পোরেট প্যানেল আলোচনা অনুষ্ঠানে অংশ নেন, যেখানে বিষয় ছিল ‘ফ্রম ক্যাম্পাস টু কর্পোরেট: লাইফলং লার্নিং ফর ম্যানেজারস’।

১৬ ২০

আরেকটি কর্পোরেট প্যানেলে শীর্ষ কর্পোরেট নেতৃবৃন্দ একত্রিত হয়ে ‘ফ্রম ক্যাম্পাস টু কর্পোরেট: লাইফলং লার্নিং ফর ম্যানেজারস’ বিষয়ক আলোচনা করেন।

১৭ ২০

একটি ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও অভিজ্ঞরা একত্রিত হয়ে ‘হাউ এআই অ্যান্ড ইএসজি আর রিশেপিং বিজ়নেস রোলস’ বিষয়ে বিশ্লেষণ করেন।

১৮ ২০

রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুড় মঠের করেসপন্ডেন্ট স্বামী বেদাতিতানন্দ এবং বেদান্ত ইনস্টিটিউট, কলকাতার এক্সিকিউটিভ ট্রাস্টি, শ্রী এল. রামস্বামী, এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের অমূল্য অভিজ্ঞতা প্রদান করেন।

১৯ ২০

নবনিযুক্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইন্টারেক্টিভ ম্যানেজমেন্ট খেলায় অংশ নেন, যা তাঁদের মধ্যে দলগত কাজের গুরুত্ব গড়ে তোলার পাশাপাশি মজার খেলার মাধ্যমে ম্যানেজমেন্টের প্রাথমিক দিকগুলো শেখাতে সহায়ক হয়।

২০ ২০

বাম থেকে ডানে: ‘পিজিডিএম ও পিজিডিএম – বিজ়নেস অ্যানালিটিক্স’ এবং এমবিএ (গ্লোবাল) পাঠরত নবনিযুক্ত ২০২৫–২৭ ব্যাচের শিক্ষার্থীরা। এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘গ্লোবসিন বিজ়নেস স্কুল’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি