প্রতীকী চিত্র
প্রাণঘাতী রোগের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল ‘ওরাল ক্যানসার’ বা মুখের ক্যানসার। সমস্ত ধরনের ক্যানসারের মধ্যে ৩০ শতাংশেরও বেশি মানুষ আক্রান্ত হয় মুখের ক্যানসারে। প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্তকরণ করা গেলে, রোগীকে সুস্থ করে তোলা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়। মুখের ক্যানসারের প্রধান কারণগুলি হল, ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন, অতিরিক্ত মদ্যপান এবং কিছু জেনেটিক সমস্যা।
এই ‘ওরাল ক্যানসার’ সম্পর্কে সাধারণ মানুষের উদ্দেশে বিস্তারিত জানিয়েছেন, এইচপি ঘোষ হাসপাতালের প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন চিকিৎসক গৌতম বিশ্বাস।
‘ওরাল ক্যানসার’ বা মুখের ক্যানসার কেন হয়? প্রাথমিক লক্ষণ কী কী? প্রতিরোধের উপায় কী? বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
Oral Cancer: More Than Just Smoking | Early Signs, Causes & Prevention Tips by Dr. Gautam Biswas
চিকিৎসক বিশ্বাসের মতে, “কলকাতা, অসম এবং ওড়িশায় মুখের ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়। প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ মানুষই আলসার বা খাওয়ার সময় মুখের কোনও অংশে জ্বালা বা ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। পরবর্তীতে দেখা যায় এটিই ওরাল ক্যানসারে পরিণত হয়েছে। তবে, অনেক ক্ষেত্রেই কেমোথেরাপির প্রয়োজন পড়ে না। রেডিয়েশনের সাহায্যেই এই ‘ওরাল ক্যানসার’ নির্মূল করা সম্ভব।”
হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪
বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।