NSHM Knowledge Campus

ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের পথপ্রদর্শক হচ্ছে দুর্গাপুরের এই প্রতিষ্ঠান

‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুর ‘আইবিএম’-এর সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিশ্বব্যাপী স্বীকৃত স্কিল ডেভেলপমেন্ট ‘সিএসআর’ উদ্যোগ ‘আইবিএম স্কিলবিল্ড’-এর মাধ্যমে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:৫০
Share:

ছবি: সংগৃহীত

ডিজিটাল শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুর (NSHM, Durgapur)। এই প্রতিষ্ঠান ‘আইবিএম’ (IBM)-এর সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিশ্বব্যাপী স্বীকৃত স্কিল ডেভেলপমেন্ট ‘সিএসআর’ উদ্যোগ ‘আইবিএম স্কিলবিল্ড’ (IBM SkillsBuild)-এর মাধ্যমে। এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি এবং পেশাগত দক্ষতায় দক্ষ করে তোলা।

এই সহযোগিতার মাধ্যমে, ‘এনএসএইচএম’ (NSHM, Durgapur) তার পাঠ্যক্রমে নিম্নলিখিত বিষয়গুলিতে ‘আইবিএম স্কিলবিল্ড’ (IBM SkillsBuild)-এর শিল্প-নির্ভর পাঠ্যক্রম সংযোজন করবে।

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং
  • ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স
  • ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট
  • সাইবার সিকিউরিটি
  • এন্টারপ্রাইজ় ডিজ়াইন থিঙ্কিং
  • সাস্টেইনিবিলিটি অ্যান্ড গ্রীন টেকনোলজ়িস
  • প্রফেশনাল অ্যান্ড এমপ্লয়াবিলিটি স্কিলস

চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে যখন চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন ঘটছে, তখন এই উদ্যোগ শিক্ষার্থীদের চাহিদাসম্পন্ন দক্ষতা, বাস্তবভিত্তিক শিক্ষার অভিজ্ঞতা এবং বিশ্বব্যাপী স্বীকৃত ডিজিটাল শংসাপত্র প্রদান করবে, যা তাদের ভবিষ্যতের জন্য তৈরি করে তুলবে।

এই চুক্তি অনুসারে ‘আইবিএম’ (IBM) প্রদান করবে -

  • বাস্তব জীবনের চাকরির ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামোবদ্ধ শেখার পথ
  • আইবিএম এবং অন্যান্য শীর্ষস্থানীয় শিল্প সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেশন ও ডিজিটাল শংসাপত্র
  • কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধির জন্য বিশেষজ্ঞদের পরামর্শ ও কেরিয়ার গাইডেন্স

বিশ্বজুড়ে শিল্পক্ষেত্রে যখন দ্রুতগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন দক্ষ পেশাদারদের চাহিদাও বিপুল হারে বাড়ছে। এই প্রেক্ষাপটে ‘আইবিএম স্কিলসবিল্ড’ এবং ‘এনএসএইচএম’-এর লক্ষ্য হল ছাত্রছাত্রীদের সঠিক প্রযুক্তিগত জ্ঞান, সমস্যা সমাধানের দক্ষতা এবং পেশাগত বিকাশের সুযোগের সমন্বয়ে গড়ে তোলা।

‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুরের (NSHM, Durgapur) ট্রাস্টি, ফ্রান্সিস অ্যান্টনি বলেন, “এনএসএইচএম-এ আমরা এমন এক শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যা আধুনিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইবিএম স্কিলসবিল্ড-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ সুবিধা দেবে, যা তাদের উদীয়মান প্রযুক্তি এবং শিল্প অনুশীলনে দক্ষ করে তুলবে।”

‘আইবিএম’ (IBM) সাউথ এশিয়ার সিএসআর লিডার, শিপ্রা শর্মা জানান, “আইবিএম স্কিলসবিল্ড প্রোগ্রামটি গুণগত শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করে এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করে। আমরা এনএসএইচএম-এর সঙ্গে অংশীদারিত্বে অত্যন্ত আনন্দিত, কারণ এর মাধ্যমে আমরা ডিজিটাল-এ দক্ষ একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে পারব, যারা ভবিষ্যতের উদ্ভাবন ও অগ্রগতির পথপ্রদর্শক হবে।”

এই উদ্যোগ ভারতের ডিজিটালে রূপান্তর এবং কর্মশক্তি উন্নয়নের লক্ষ্যগুলির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, যা নিশ্চিত করে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এনএসএইচএম’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন