ধান, ডালের সহায়ক মূল্য

চলতি বছরের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টলে ৬০ টাকা বাড়িয়ে ১৪৭০ টাকা করল কেন্দ্র। আর ডাল উৎপাদনে উৎসাহ দিতে তার সহায়ক মূল্য কুইন্টলে ৪২৫ টাকা বাড়ানো হয়েছে, সঙ্গে বোনাস বাবদ মিলবে আরও ৪২৫ টাকা।

Advertisement
শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০২:২৭
Share:

চলতি বছরের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টলে ৬০ টাকা বাড়িয়ে ১৪৭০ টাকা করল কেন্দ্র। আর ডাল উৎপাদনে উৎসাহ দিতে তার সহায়ক মূল্য কুইন্টলে ৪২৫ টাকা বাড়ানো হয়েছে, সঙ্গে বোনাস বাবদ মিলবে আরও ৪২৫ টাকা। ফলে ডালের সহায়ক মূল্য দাঁড়াচ্ছে কুইন্টলে ৫,০৫০ টাকা। গত বছরে তা ছিল ৪,৬২৫ টাকা। উল্লেখ্য, মজুত ভাণ্ডার গ়ড়তে সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে শস্য কেনে কেন্দ্র, যাতে তাঁদের বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে না-হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement