কল কাটা কমাতে উদ্যোগ এয়ারটেলের

কথা বলার সময়ে কল কাটার (কল-ড্রপ) কারণে গ্রাহক হয়রানি এড়াতে এ বার নিজেরাই ব্যবস্থা নেওয়ার কথা জানাল এয়ারটেল। এ জন্য নিজে থেকেই প্রতি সার্কেলে কল-ড্রপের মাত্রা মোট কলের ১.৫ শতাংশে বেঁধে দিয়েছে মোবাইল পরিষেবা সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:১৫
Share:

কথা বলার সময়ে কল কাটার (কল-ড্রপ) কারণে গ্রাহক হয়রানি এড়াতে এ বার নিজেরাই ব্যবস্থা নেওয়ার কথা জানাল এয়ারটেল। এ জন্য নিজে থেকেই প্রতি সার্কেলে কল-ড্রপের মাত্রা মোট কলের ১.৫ শতাংশে বেঁধে দিয়েছে মোবাইল পরিষেবা সংস্থাটি। ট্রাইয়ের নিয়মে তা ২%। পাশাপাশি, ১.৫ শতাংশের বেশি কল কাটলে বছরে ১০০ কোটি টাকা পর্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র পড়ুয়াদের জন্য খরচ করা হবে বলেও জানিয়েছে এয়ারটেল।

Advertisement

সুযোগ প্রিপেডে। প্রিপেডে ইন্টারনেট প্রকল্পে রিচার্জ করালে তার দ্বিগুণ ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। তা ব্যবহার করতে হবে রাতে। প্রকল্পে ৩০% পর্যন্ত খরচ বাঁচবে বলে দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement