interest rates

কমছে স্বল্প সঞ্চয়ে সুদের হার, কোন প্রকল্পে কত জেনে নিন

এ বার আরও কম সুদ মিলবে স্বল্প সঞ্চয় প্রকল্পের জমা টাকা থেকে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ, এই তিন মাসের জন্য সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্র। আসুন জেনে নেওয়া যাক কোন প্রকল্পে কত শতাংশ সুদ কমেছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৩:১০
Share:
০১ ১০

এ বার আরও কম সুদ মিলবে স্বল্প সঞ্চয় প্রকল্পের জমা টাকা থেকে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ, এই তিন মাসের জন্য সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্র। আসুন জেনে নেওয়া যাক কোন প্রকল্পে কত শতাংশ সুদ কমেছে।

০২ ১০

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এর পুরনো সুদের হার ছিল ৭.৮ শতাংশ। এখন যা কমে ৭.৬ শতাংশ হতে চলেছে।

Advertisement
০৩ ১০

জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি)-র পুরনো সুদের হার ছিল ৭.৮ শতাংশ। এখন যা কমে ৭.৬ শতাংশ হতে চলেছে।

০৪ ১০

কিসান বিকাশপত্র-র পুরনো সুদের হার ছিল ৭.৫ শতাংশ। এখন যা কমে ৭.৩ শতাংশ হতে চলেছে। তবে এ ক্ষেত্রে মেয়াদ বেড়ে ১১৮ মাস হতে চলেছে।

০৫ ১০

মাসিক আয় প্রকল্প (এমআইএস)-এর পুরনো সুদের হার ছিল ৭.৫ শতাংশ। এখন যা কমে ৭.৩ শতাংশ হতে চলেছে।

০৬ ১০

সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের পুরনো সুদের হার ছিল ৮.৩ শতাংশ এখন যা কমে ৮.১ শতাংশ হতে চলেছে।

০৭ ১০

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-এর পুরনো সুদের হার ছিল ৮.৩ শতাংশ যা অপরিবর্তিতই থাকছে।

০৮ ১০

সেভিংস অ্যাকাউন্ট-এ সুদের হার ছিল ৪ শতাংশ যা অপরিবর্তিতই থাকছে।

০৯ ১০

রেকারিং ডিপোজিট-এর ক্ষেত্রে এখন সুদের হার ৭.১ শতাংশ যা কমে ৬.৯ শতাংশ হতে চলেছে।

১০ ১০

১ থেকে ৫ বছরের মেয়াদি জমার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে এখন সুদের হার ৬.৮ থেকে ৭.৬ শতাংশের মধ্যে। এখন তা কমে ৬.৬ থেকে ৭.৪ শতাংশ হতে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement