ভারতে অ্যাপলের নিজস্ব ব্যান্ডের খুচরো বিপণি খোলায় বাধা অনেকটা কাটল। সরকারি কমিটির সুপারিশ, আইপ্যাড, আইফোন তৈরির সংস্থা অ্যাপলকে এই বিপণি খোলায় বাধ্যতামূলক ভাবে স্থানীয় সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে না।
প্রত্যক্ষ বিদেশি লগ্নির নিয়ম অনুযায়ী একক ব্র্যান্ডের খুচরো বিপণির ক্ষেত্রে সরকার অনুমতি দিলে এটা সম্ভব। শিল্পনীতি ও উন্নয়ন সংক্রান্ত দফতরের সচিব রমেশ অভিষেকের কাছে এর আগে অ্যাপল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছিল, তাদের কতটা উঁচু মানের প্রযুক্তির প্রয়োজন। তার ভিত্তিতেই এই সুপারিশ জানাল কমিটি। দফতরের তরফে শীঘ্রই এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে।
এ দিকে, ভারতের বাজারকে ‘সত্যিই বিপুল সম্ভাবনাময়’ বলে নিউ ইয়র্কে মন্তব্য করেছেন অ্যাপল সিইও টিম কুক। সংস্থার আর্থিক ফলাফল জানাতে গিয়ে তিনি বলেন, ভারতে স্মার্টফোনের বাজার তৃতীয় বৃহত্তম। কিন্ত এখনও কারিগরি ও আর্থিক কারণে সেখানে কম দামি স্মার্টফোনেরই প্রাধান্য। প্রসঙ্গত, গত ১৩ বছরে এই প্রথম আয় কমেছে অ্যাপলের।