Ambani family

এশিয়ার ধনী পরিবারের তালিকায় এক নম্বরে অম্বানী, আর কারা আছেন দেখে নিন

এশিয়ার ধনীতম ব্যাক্তি এখন মুকেশ অম্বানী। ব্যক্তিগত সম্পদের নিরিখে অম্বানী টপকে গেলেন চিনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৩:৪৬
Share:
০১ ১২

এশিয়ার ধনীতম ব্যাক্তি এখন মুকেশ অম্বানী। ব্যক্তিগত সম্পদের নিরিখে অম্বানী টপকে গেলেন চিনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে। কিন্তু, ফোর্বসের বিচারে পরিবারগত ভাবে আগে থেকেই এশিয়ার মধ্যে এক নম্বরে রয়েছেন অম্বানীরা। দেখে নেওয়া যাক এই তালিকায় প্রথম দশে এশিয়ার আর কোন কোন পরিবার রয়েছে।

০২ ১২

তালিকার সবার আগে রয়েছে অম্বানী পরিবার। রিলায়্যান্স গ্রুপের এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৪৮০ কোটি মার্কিন ডলারের মতো।

Advertisement
০৩ ১২

তালিকার দু’নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ায় লি পরিবার। এদের হাত ধরেই বাজারে আত্মপ্রকাশ ঘটেছিল স্যামসাংয়ের। এই পরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় ৪ হাজার ৮০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি।

০৪ ১২

ধনী পরিবারের তালিকায় তিন নম্বরে রয়েছে হংকংয়ের কেওক পরিবার। সান হাং কাই অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা এই পরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় ৪ হাজার ৮০ কোটি ডলার।

০৫ ১২

তাইল্যান্ডের চিয়ারাভানোত পরিবার চার নম্বরে থাকলেও প্রথম তিন পরিবারের থেকে তাদের সম্পত্তির পরিমাণ বেশ কিছুটা কম। তাইল্যান্ডের সিপি গ্রুপের পরিবারের সম্পত্তির মোট পরিমাণ ৩ হাজার ৬৬০ কোটি মার্কিন ডলারের মতো।

০৬ ১২

ধনী পরিবারের তালিকায় ইন্দোনেশিয়ার আর বুদি অ্যান্ড মাইকেল হারটোনো পরিবার এশিয়ার মধ্যে ছয় নম্বরে রয়েছে। কনগ্লোমারেটের পথ চলা শুরু হয়েছিল এই পরিবারের হাত ধরে। বর্তমানে এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার ২০ কোটি মার্কিন ডলারের মতো।

০৭ ১২

হংকংয়ের লি (শাও কী) পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯০ কোটি মার্কিন ডলার। এই মুহূর্তে এশিয়ার ধনী পরিবারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন এঁরা। হ্যান্ডারসন ডেভেলপমেন্টের পথ চলা শুরু হয়েছিল এই পরিবারের হাত ধরে।

০৮ ১২

হংকংয়ের কোয়েক পরিবারের মতো মালয়েশিয়ার কোয়েক পরিবারও রয়েছে ধনী পরিবারের তালিকায়। যদিও মালয়েশিয়ার এই পরিবারটি তালিকায় সপ্তম স্থানে রয়েছে। তাদের সম্পত্তির মোট পরিমাণ প্রায় ২ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলার।

০৯ ১২

চিয়াং পরিবারের কথা বলতে হবে এই তালিকায়। হংকংয়ের পরিবারটির মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ২৫০ কোটি মার্কিন ডলারের মতো। স্বর্ণ ব্যবসায়ী এই পারিবারিক সংস্থাটি চাও থাই ফুক নামক প্রতিষ্ঠান শুরু করে।

১০ ১২

ফিলিপিন্সের সাই পরিবারের সম্পত্তির পরিমাণ ২ হাজার ১ কোটি মার্কিন ডলারের মতো। এই পরিবারের হাতেই রয়েছে এসএম ইনভেস্টমেন্ট কর্পোরেশন।

১১ ১২

এশিয়ার মধ্যে দশম ধনী পরিবার তাইল্যান্ডের ছিরাথিভাট পরিবার। মূলত রিটেল ব্যবসার সঙ্গে জড়িত এই পরিবার। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৯৩০ কোটি মার্কিন ডলার।

১২ ১২

প্রথম দশের মধ্যে না থাকলেও বেশ কয়েকটি ভারতীয় ব্যবসায়ী পরিবার রয়েছে ফোর্বসের এই তালিকায়। এশিয়ার ৫০টি ধনী পরিবারের এই তালিকায় রয়েছে প্রেমজি, মিত্তাল, মিস্ত্রি, বিড়লা, গোদরেজ, বাজাজ, জিন্দাল-এর মতো একাধিক ব্যবসায়িক পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement