1More Piston Fit

সস্তা মূল্যের এই ইয়ারফোনগুলির কথা আগে জানতেন

মোবাইলের পাশাপাশি আধুনিক সমাজে অন্যতম জনপ্রিয় ইয়ারফোন। বাজারে বিভিন্ন দামে একাধিক ইয়ারফোন পাওয়া যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক বাজার চলতি ইয়ারফোনগুলির মধ্যে বেশ কয়েকটির দাম হাজারের কম। দেখে নেওয়া যাক এমন কয়েকটি ইয়ারফোন। যেগুলির দাম হাজারের কম বা সামান্য বেশি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৯
Share:
০১ ০৬

মোবাইলের পাশাপাশি আধুনিক সমাজে অন্যতম জনপ্রিয় ইয়ারফোন। বাজারে বিভিন্ন দামে একাধিক ইয়ারফোন পাওয়া যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক বাজার চলতি ইয়ারফোনগুলির মধ্যে বেশ কয়েকটির দাম হাজারের কম। দেখে নেওয়া যাক এমন কয়েকটি ইয়ারফোন। যেগুলির দাম হাজারের কম বা সামান্য বেশি।

০২ ০৬

কম দামের ইয়ারফোনের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হবে। দাম ৮০০-এর কম। প্রস্তুতকারক সংস্থার দাবি, এই এয়ার ফোনে কানের কোনও ক্ষতি হবে না। শব্দতে যাতে কানে কোনও ক্ষতি না হয়, সে দিকটা বিশেষ নজর দেওয়া হয়েছে।

Advertisement
০৩ ০৬

সেনহাইজার সিএক্স২১৩: দাম হাজার টাকার সামান্য বেশি। বিশেষ ভাবে প্রস্তুত এই ইয়ারফোন বাইরের আওয়াজ কোনও প্রভাব ফেলতে পারে না।

০৪ ০৬

সোনি এমডিআর-ইএক্স১৫০: সোনির এই ইয়ারফোনটি স্বল্প মূল্যের। ৮০০-এ কম দামে এটি মিলবে। মধ্যবিত্তের কথা ভেবেই এই এয়ার ফোন বাজারে এনেছে সোনি।

০৫ ০৬

সেনহাইজার সিএক্স১৮০: ইয়ারফোনের দুনিয়ার অন্যতম প্রচলতি এবং নির্ভরযোগ্য নাম। ৭৯৯ টাকায় এই ইয়ারফোন পাওয়া যাবে।

০৬ ০৬

এভিডসন অডিয়োওয়্যার আর৫: স্বল্পমূল্যের আর একটি ইয়ারফোন। ৯০০টার মধ্যে এই ইয়ারফোন পাওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement