খুচরো মূল্যবৃদ্ধি কমার জেরে বাড়ল সেনসেক্স

আগের দিন প্রায় ৬৩০ পয়েন্ট পড়ার পরে বুধবার কিছুটা বাড়ল বাজার। সেনসেক্স ৩৭৪ পয়েন্ট উঠে দাঁড়াল ২৭,২৫১ অঙ্কে। ডলারে ১৭ পয়সা বাড়ে টাকার দামও। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০২:৫৭
Share:

আগের দিন প্রায় ৬৩০ পয়েন্ট পড়ার পরে বুধবার কিছুটা বাড়ল বাজার। সেনসেক্স ৩৭৪ পয়েন্ট উঠে দাঁড়াল ২৭,২৫১ অঙ্কে। ডলারে ১৭ পয়সা বাড়ে টাকার দামও। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪ টাকা।

Advertisement

বিশেষজ্ঞরা জানান, পড়তি বাজারে শেয়ার কেনার সুযোগ কাজে লাগানোর পাশাপাশি খুচরো বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমার খবর লগ্নিকারীদের শেয়ার কেনায় উৎসাহিত করেছে। এ দিন অবশ্য লেনদেনের পুরো সময়টা ধরেই সূচক দ্রুত ওঠা-নামা করেছে। সারা দিনের ওঠা-পড়া প্রায় ৫৫০ পয়েন্ট।

তবে সূচকের এ দিনের উত্থান শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বর্তমান অনিশ্চিত বাজারে পড়তি দরে শেয়ার কেনার জেরে সূচক কিছুটা উপরে উঠলেও সেখানে স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ, অনিশ্চিত বাজারে লগ্নিকারীরা সাধারণত শেয়ার কেনার পরে তা বেশি দিন হাতে ধরে রাখতে সাহস পান না। তাঁরা যখন শেয়ার কেনেন, তখন সূচক উপরের দিকে ওঠে। পরে তা বিক্রি করতে থাকলে সূচকও ফের পড়তে শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement