Business News

হাতে ৪জি স্পেকট্রাম এখনও অমিলই

এখন ৪জি পেরিয়ে দেশের টেলিকম দুনিয়ায় জোর চর্চা চলছে ৫জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তির অভিষেক নিয়ে। অথচ আশ্বাস পাওয়ার পাঁচ মাস পরেও ৪জি প্রযুক্তির সংযোগ চালুর জন্য স্পেকট্রামের আশায় কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায়  দিন গুনছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০২:১৯
Share:

এখন ৪জি পেরিয়ে দেশের টেলিকম দুনিয়ায় জোর চর্চা চলছে ৫জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তির অভিষেক নিয়ে। অথচ আশ্বাস পাওয়ার পাঁচ মাস পরেও ৪জি প্রযুক্তির সংযোগ চালুর জন্য স্পেকট্রামের আশায় কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায় দিন গুনছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল!

Advertisement

৪জি এবং এই পরিষেবা ভিত্তিক আরও আধুনিক প্রযুক্তি (ভল্টি) চালুর প্রতিযোগিতায় বহু যোজন এগিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বীরা। কিন্তু এখনও দিল্লির দিকে তাকিয়ে বিএসএনএল। জানুয়ারিতে টেলিকম মন্ত্রী মনোজ সিংহ জানিয়েছিলেন, এই প্রযুক্তির জন্য বিএসএনএলকে বাড়তি ৫ মেগাহার্ৎজ (২১০০ মেগাহার্ৎজ ব্যান্ড) স্পেকট্রাম দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। এর পরেও বারবার আশ্বাস মিলেছে। তবে হাতে আসেনি সেই স্পেকট্রাম। কবে মিলবে, তা-ও স্পষ্ট নয়।

শাখা ক্যালকাটা টেলিফোন্সের সিজিএম এস পি ত্রিপাঠির আশা, প্রস্তাবটি বাতিল বা স্থগিত হওয়ার আভাস মেলেনি। ফলে কার্যকর হবেই। কিন্তু সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, কবে? ত্রিপাঠি অবশ্য বলেন, ‘‘স্পেকট্রাম পাওয়ার মাসখানেকের মধ্যেই কলকাতার বেশ কিছু এলাকায় ৪জি পরিষেবা চালু করব।’’ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এক কর্তাও জানান, স্পেকট্রাম পেলে পরিষেবা চালু হবে।

Advertisement

কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিযোগিতায় টিকে থাকতে আশ্বাসের ভরসায় কত দিন অপেক্ষা করা সম্ভব রাষ্ট্রায়ত্ত সংস্থাটির পক্ষে? বিশেষত বাকিরা যেখানে অনেকখানি এগিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement