সুদ কমুক, আবেদনে শিল্পমহল

৭ ফেব্রুয়ারি শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি। তার আগে এ দিন মুম্বইয়ে বণিকসভাগুলির সঙ্গে বৈঠকে বসেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৪:১০
Share:

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমানোর আর্জি জানাল বণিকসভাগুলি। ছবি: রয়টার্স।

মূল্যবৃদ্ধি চোখে পড়ার মতো কমে যাওয়ায় জোরালো ভাবে সুদ কমানোর দাবি তুলেছে শিল্প। নভেম্বরে শিল্প বৃদ্ধি ধাক্কা খাওয়ায় অর্থনীতির স্বার্থে তা জরুরি বলে যুক্তিও দেয় তারা। ওই জোড়া যুক্তি সামনে রেখেই বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমানোর আর্জি জানাল বণিকসভাগুলি। আবেদন পেশ করল নগদ জমার অনুপাতও ৫০ বেসিস পয়েন্ট কমানোর।

Advertisement

৭ ফেব্রুয়ারি শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি। তার আগে এ দিন মুম্বইয়ে বণিকসভাগুলির সঙ্গে বৈঠকে বসেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সেখানেই এই আর্জি জানান ফিকি, সিআইআইয়ের মতো বণিকসভার প্রতিনিধিরা।

ব্যাঙ্কগুলি যে আমানত সংগ্রহ করে, তার একটা নির্দিষ্ট অংশ বিনা সুদে রিজার্ভ ব্যাঙ্কের কাছে বাধ্যতামূলক ভাবে জমা রাখতে হয়। একে বলে সিআরআর বা নগদ জমার অনুপাত। বাজারে নগদের সরবরাহ বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক তা কমাক, চাইছে শিল্প। অন্য দিকে, পুঁজির খরচ কমাতে রেপো রেট (ব্যাঙ্কগুলিকে যে সুদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) কমানোরও আর্জি জানিয়েছে তারা।

Advertisement

এ ছাড়াও বণিকসভাগুলি আর্জি, ছোট-মাঝারি সংস্থাকে ঋণ দিতে বন্ধকের পরিমাণ কমানো হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন