বেদান্তর সঙ্গে মিশছে কেয়ার্ন ইন্ডিয়া

ভারতে খনন ক্ষেত্রে বৃহত্তম বেসরকারি সংস্থা অনিল অগ্রবালের বেদান্ত লিমিটেডে মিশে যাচ্ছে তারই শাখা কেয়ার্ন ইন্ডিয়া। তেল ও গ্যাস উত্তোলন সংস্থা কেয়ার্নকে কিনে নেওয়ার জন্য রবিবার ২৩০ কোটি ডলার বা ১৪,৭২০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বেদান্ত। লক্ষ্য বেদান্তর ৭৭,৭৫২ কোটির বিপুল পরিমাণ ঋণের বোঝার একাংশ কেয়ার্নের কাছ থেকে পাওয়া নগদের মাধ্যমে মিটিয়ে নেওয়া। গত সপ্তাহেই সেই ইঙ্গিত দিয়েছিল বেদান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৪:০৯
Share:

ভারতে খনন ক্ষেত্রে বৃহত্তম বেসরকারি সংস্থা অনিল অগ্রবালের বেদান্ত লিমিটেডে মিশে যাচ্ছে তারই শাখা কেয়ার্ন ইন্ডিয়া। তেল ও গ্যাস উত্তোলন সংস্থা কেয়ার্নকে কিনে নেওয়ার জন্য রবিবার ২৩০ কোটি ডলার বা ১৪,৭২০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বেদান্ত। লক্ষ্য বেদান্তর ৭৭,৭৫২ কোটির বিপুল পরিমাণ ঋণের বোঝার একাংশ কেয়ার্নের কাছ থেকে পাওয়া নগদের মাধ্যমে মিটিয়ে নেওয়া। গত সপ্তাহেই সেই ইঙ্গিত দিয়েছিল বেদান্ত।

Advertisement

বেদান্ত সূত্রের খবর, পুরোপুরি শেয়ারের মাধ্যমে এই লেনদেন ২০১৬-র মধ্যে সম্পূর্ণ হলে তৈরি হবে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ ভিত্তিক সংস্থা। দু’টি সংস্থার যৌথ বিবৃতি অনুযায়ী, ২৩০ কোটি ডলারের এই লেনদেনে তেল সংস্থা কেয়ার্নের শেয়ারহোল্ডাররা হাতে থাকা প্রতিটি শেয়ারের জন্য পাবেন একটি করে বেদান্ত শেয়ার। উপরন্তু, এক জনের হাতে কেয়ার্নের যত শেয়ার রয়েছে, তার ৭.৫% তিনি পাবেন প্রেফারেন্স শেয়ার হিসেবে, যার মূল দাম ১০ টাকা। ওই প্রেফারেন্স শেয়ার পরে কিনে নেবে বেদান্ত। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সব মিলিয়ে শুক্রবার বাজার বন্ধের সময়ে কেয়ার্নের শেয়ার দরের তুলনায় ৭.৩% বেশি দর পাচ্ছেন শেয়ারহোল্ডাররা।

তেলের দাম কমায় কেয়ার্নের শেয়ার গত এক বছরে পড়েছে ৫০%। ফলে কেয়ার্নের বেদান্তে মিশে যাওয়ার পক্ষে এটাই আদর্শ সময় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Advertisement

পাশাপাশি, লন্ডন ভিত্তিক মূল সংস্থা বেদান্ত রিসোর্সেস-এর দুই ভারতীয় শাখা বেদান্ত লিমিটেড ও কেয়ার্ন ইন্ডিয়াকে মেশালে ঋণের বোঝা অনেকটাই কমাতে পারবেন কর্ণধার অনিল অগ্রবাল। কারণ কেয়ার্ন ইন্ডিয়ার হাতে এই মুহূর্তে রয়েছে ১৬,৮৬৭ কোটি টাকার নগদ। এই মিলনের পরে বেদান্ত রিসোর্সেস-এর হাতে বেদান্ত লিমিটেডের শেয়ার মালিকানা দাঁড়াবে ৫০.১%। বর্তমানে তা ৬২.৯%।

বেদান্ত লিমিটেডের চিফ এগজিকিউটিভ টম অ্যালবানিজ জানান, গোষ্ঠীর কর্পোরেট কাঠামো ঢেলে সাজতেই এই উদ্যোগ, যা শুরু হয়েছে ২০১৩ থেকেই। পাশাপাশি, কেয়ার্ন ইন্ডিয়া-র সিইও ময়াঙ্ক আশার বলেন, ‘‘এই সংযুক্তিতে বড় মাপের সংস্থা তৈরি হল, যার ফলে তেল ও গ্যাস উত্তোলনের জন্য আরও বেশি মূলধন জোগাড় করা সহজ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন