private thermal power companies

ঘুরে দাঁড়াতে সহায়তা তাপ বিদ্যুৎ সংস্থাগুলিকে 

মূল্যায়ন সংস্থা ক্রিসিলের রিপোর্ট অনুযায়ী, এর ফলে ৪০,০০০ কোটি টাকার আর্থিক সহায়তা পাবে বেসরকারি তাপ বিদ্যুৎ সংস্থাগুলি। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:১৭
Share:

প্রতীকী চিত্র।

লকডাউনের সময়ে বিদ্যুতের চাহিদা কমার ফলে বণ্টন সংস্থাগুলির নগদের পরিস্থিতি ধাক্কা খেয়েছে। ঠিক সে কারণেই বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির বকেয়ার বড় অংশ মেটাতে পারেনি তারা। ফলে চাপে পড়েছে উৎপাদন সংস্থাগুলিও। এই অবস্থায় গোটা বিদ্যুৎ ক্ষেত্রের নগদের অবস্থা স্বাভাবিক করতে কম সুদে ১.২ লক্ষ কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ প্রকল্প এনেছে কেন্দ্র। মূল্যায়ন সংস্থা ক্রিসিলের রিপোর্ট অনুযায়ী, এর ফলে ৪০,০০০ কোটি টাকার আর্থিক সহায়তা পাবে বেসরকারি তাপ বিদ্যুৎ সংস্থাগুলি।

Advertisement

দু’ভাবে এই আর্থিক সহায়তা দিচ্ছে কেন্দ্র। প্রথমত, কেন্দ্রের ঋণের টাকায় তাপ বিদ্যুৎ সংস্থাগুলির বকেয়া মেটাবে বণ্টন সংস্থাগুলি। দ্বিতীয়ত, কোল ইন্ডিয়াকে কয়লার দাম মেটানোর জন্য ৯০ থেকে ১৮০ দিন সময় পাবে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলি।

গত মার্চের হিসেব অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির কাছে বণ্টন সংস্থাগুলির বকেয়ার অঙ্ক দাঁড়িয়েছিল ৯০,০০০ কোটি টাকা। লকডাউনের ফলে এই অঙ্ক আরও বেড়েছে। তা মেটাতেই ১.২ লক্ষ কোটি টাকার ঋণ প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র। এর পাশাপাশি, তাপ বিদ্যুৎ সংস্থাগুলির কয়লার চাহিদার ৮০% মেটায় রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া। এই বাবদ বকেয়া মেটানোর জন্য সংস্থাগুলি ৯০ থেকে ১৮০ দিন সময় পেলে তাদের নগদের টানাটানি কিছুটা কমবে।
সংবাদ সংস্থা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement