চিনে শুল্ক নজর চায় আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সূত্রে খবর, চিন যে ভাবে বারবার শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েও সেই কথা রাখে না, তাতে ক্ষুব্ধ তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০৩:৪৭
Share:

অর্থনীতির আগল খোলেনি চিন, অভিযোগ ওয়াশিংটনের। ছবি: এএফপি।

অর্থনীতির আগল খোলার প্রতিশ্রুতি বহু বার দিয়েও কথা রাখেনি বেজিং। সে ভাবে কমায়নি আমদানি শুল্ক। এই অভিযোগ তুলে এ বার চিনের উপরে এ বিষয়ে নিয়মিত নজরদারির দাবি তুলল ওয়াশিংটন।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সূত্রে খবর, চিন যে ভাবে বারবার শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েও সেই কথা রাখে না, তাতে ক্ষুব্ধ তারা। ওয়াশিংটনের ধারণা, আলোচনার টেবিলে বসে শুল্ক যুদ্ধে দাঁড়ি টেনে মুক্ত বাণিজ্যের রাস্তা খোলার পথে এটি একটি বড় বাধা। আর সেই কারণেই তারা মনে করে, চিন সত্যিই প্রতিশ্রুতি মেনে শুল্ক ছাঁটাই করছে কি না, তার উপরে নজর রাখা জরুরি। মার্কিন প্রশাসনের এক সূত্রের মতে, বাণিজ্য যুদ্ধের কারণে শুধু মার্কিন ও চিনা অর্থনীতির ক্ষতি হচ্ছে, এমন নয়। কম-বেশি এর খেসারত দিচ্ছে বিশ্ব অর্থনীতি। তাই দ্রুত তাতে যবনিকা টানার পক্ষেও জোরালো সওয়াল করছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement