ভূ-রাজনৈতিক সমস্যায় লগ্নি অনিশ্চিত হতে পারে। —প্রতীকী চিত্র।
ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে যোগ হয়েছে সীমান্ত সংঘর্ষ। মাথাব্যথা বাড়াচ্ছে শুল্ক। তবে বণিকসভা সিআইআই-এ মতে, এই সব সমস্যা অতিক্রম করার ক্ষমতা দেশের অর্থনীতির রয়েছে। তার ভিত যথেষ্ট পোক্ত। বেসরকারি লগ্নি বাড়ছে। তাদের পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৫%।
শুল্ক যুদ্ধের আবহে ভারতের বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে মূল্যায়ন ও আর্থিক সংস্থা। তার পরেও তা রয়েছে ৬.২-৬.৮ শতাংশে। রেটিং বাড়িয়েছে মর্নিংস্টার। যাকে ইতিবাচক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আজ সিআইআই-এর প্রেসিডেন্ট সঞ্জীব পুরী বলেন, ‘‘৬.৫% বৃদ্ধির দিকে চোখ রেখে এগোচ্ছি। দেশ শক্তপোক্ত আর্থিক ভিতের উপরে দাঁড়িয়ে। তাই তা সম্ভব।... সম্প্রতি সুদ কমেছে। মূল্যবৃদ্ধি মাথা নামাচ্ছে। এপ্রিল থেকে বেড়েছে করছাড়ের ঊর্ধ্বসীমা। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে সরকারি ও বেসরকারি লগ্নি বাড়ছে।’’
তবে পুরী জানান, ভূ-রাজনৈতিক সমস্যায় লগ্নি অনিশ্চিত হতে পারে। শুল্ক যুদ্ধের আবহে বাণিজ্যে বাড়ছে রক্ষণশীলতা। তাঁর বক্তব্য, এই সমস্যা েমটাতে বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছে ভারত। শহরে বিক্রি ঝিমিয়ে থাকলেও কয়েক মাসে তা মাথা তুলবে বলে মত তাঁর।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে