Cold Storage

আলুতে নজরদারির দাবি, রাজ্যকে পদক্ষেপ করার আর্জি হিমঘর মালিকদের

দাবি, অবিলম্বে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ টাকা কেজি দলে ১১ লক্ষ টন আলু কিনুক সরকার। হিমঘর থেকে সেই দামে আলু বিক্রি হচ্ছে কি না, নজর রাখুক সে দিকেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৮:১৫
Share:

দাবি, বিভিন্ন কারণে এখন হিমঘর থেকে আলু বিক্রির দাম (গেট প্রাইস) কেজি প্রতি ৯-১১ টাকায় নেমে এসেছে। —প্রতীকী চিত্র।

আলুর দাম ঠিক রাখতে এবং আলু চাষিদের স্বার্থরক্ষায় রাজ্যকে এগিয়ে আসার আহ্বান জানাল হিমঘর মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তাদের দাবি, অবিলম্বে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ টাকা কেজি দলে ১১ লক্ষ টন আলু কিনুক সরকার। হিমঘর থেকে সেই দামে আলু বিক্রি হচ্ছে কি না, নজর রাখুক সে দিকেও।

সংগঠনের সভাপতি সুনীল কুমার রানার দাবি, বিভিন্ন কারণে এখন হিমঘর থেকে আলু বিক্রির দাম (গেট প্রাইস) কেজি প্রতি ৯-১১ টাকায় নেমে এসেছে। ফলে কৃষকদের হাতে পৌঁছচ্ছে মাত্র ৬-৭ টাকা। যা ন্যূনতম সহায়ক মূল্যের (৯ টাকা) থেকে কম। অথচ খুচরো বাজারে আলুর দাম ২০-২৫ টাকা। এই সমস্যা মেটাতে কড়া নজরদারি চালাক সরকার। প্রশাসনিক সূত্রের অবশ্য দাবি, সরকারের নির্দেশিত দামে যাতে আলু বিক্রি হয়, তার জন্য সব জায়গাতেই নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

সংগঠনের সহ-সভাপতি শুভজিৎ সাহা বলেন, ‘‘গত বছরেও সরকারের কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছিলাম। এ বারও পরিস্থিতি প্রায় এক। বাজারে যাতে দাম না বাড়ে তার জন্য সরকার নজরদারি চালায়। হিমঘরের গেটেও নজরদারি চলুক। যাতে আলু ১৫ টাকা কেজিতে বিক্রি হয়। তা চাষি-সহ এই ক্ষেত্রের ব্যবসায়ীরা উপকৃত হবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন