Gold Prices

লাগামছাড়া সোনার দাম, আতান্তরে ক্রেতা

সোনার দামের ছেঁকায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০৪:৫৮
Share:

প্রতীকী ছবি।

বরাহনগরের সমীরণ ভট্টাচার্য। পরের বছর মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে গয়না গড়াচ্ছিলেন। ফেব্রুয়ারিতে দোকানে গিয়ে শোনেন ১০ গ্রাম পাকা সোনা ৪১,০০০০ টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে। ভেবেছিলেন দাম একটু কমলে কিনবেন। গত বুধবার গয়নার দোকানে খোঁজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ! পাকা সোনা ছাড়িয়েছে ৫০,৭০০ টাকা (জিএসটি-সহ)। আর গয়নার সোনা ৪৮,০০০ টাকা।

Advertisement

নেতাজি নগরের বিমল সরকার। একমাত্র মেয়ের বিয়ের গয়না কিনতে গিয়ে ধাক্কা। তাঁর কথায়, ‘‘কিছু গয়না কেনা ছিল। দাম যে চট করে এতটা বেড়ে যাবে বুঝিনি। এখন নতুন গয়না কেনা অসম্ভব। স্ত্রী বলেছেন, পুরনো গয়না দিয়েই বাকিটা সামাল দেবেন।’’

বেলঘরিয়ার রাকেশ মুখোপাধ্যায়। পেশায় ইঞ্জিনিয়ারের বক্তব্য, “বিয়ের খরচের ২৫% যায় গয়না কিনতে। নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। এমনিতেই লকডাউনে বেতন কমেছে। তার উপর সোনার দাম এতটা বাড়ায় বিয়ে পিছোনোর সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

দামের গতি

• গত বছর জুনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা জিএসটি-সহ ছিল ৩৩,৮৯০ টাকা।

• ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তা ছিল ৪১,৬০০ টাকা।

• এ বছর ২৪ জুন দাম বেড়ে হয়েছে ৫০,৭৪৮ টাকা।

বাড়ছে কেন

• করোনার জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে শেয়ার, পণ্য লেনদেন, বিদেশি মুদ্রা এবং অশোধিত তেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

• বাড়ছে অর্থনীতি নিয়ে আশঙ্কা।

• ফলে লগ্নির গন্তব্য হিসেবে মানুষ ঝুঁকছেন সোনার দিকে।

• বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাবও পড়েছে দেশে।

অসহায় ক্রেতারা

• নতুনের পরিবর্তে গয়না বানাচ্ছেন ঘরের পুরনো সোনা দিয়ে।

• ঝোঁক বেড়েছে অল্প সোনা দিয়ে হাল্কা গয়না তৈরির।

• বাজেট নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পনার থেকে কম গয়না কিনছেন।

মাথায় হাত শিল্পের

• লকডাউনে রুজি-রোজগারে যে রকম ধাক্কা লেগেছে, তাতে খুব জরুরি না-হলে ক্রেতাদের খরচের তালিকায় নীচে গয়না।

• দাম মাত্রা ছাড়ানোয় গয়না কেনার চাহিদা সে ভাবে বাড়ছে না।

• দোকান খুললেও রয়েছে নানা বিধিনিষেধ।

• দোকান খোলা রেখে বইতে হচ্ছে বিভিন্ন খরচ।

• ফলে সব মিলিয়ে জের পড়েছে বিক্রিতে।

* তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি, ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশন

সোনার দামের ছেঁকায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম জিএসটি ছাড়া ৪৮,৮৪০ টাকায় ঠেকেছে। আগের দিনের থেকে ১৬০ টাকা বেশি। আর ২২ ক্যারেট গয়নার সোনা ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৩৪০ টাকা। এই অবস্থায় বিটি রোডের বাসিন্দা সুজাতা ঘোষের মতো যাঁদের আত্মীয়দের অনুষ্ঠানের জন্য গয়না না-কিনলেই নয়, সমস্যা বেড়েছে তাঁদেরও।

ক্রেতাদের নতুন গয়নার বদলে বিকল্প হিসেবে পুরনো গয়না ভাঙানোর কথা মানছেন গয়না ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, সোনার দাম আকাশ ছোঁয়ায় নতুন গয়নার চাহিদা ৮০% কমেছে। সখের গয়না দূর অস্ত্‌। প্রয়োজনেও যতটা সম্ভব নতুন সোনা কেনা এড়াতে চাইছেন মানুষ।

এই পরিস্থিতিতে গয়না কেনার জন্য ফের কেন্দ্রের কাছে কিস্তিতে ব্যাঙ্কঋণের দাবি তুলেছে ব্যবসায়ীদের সংগঠনগুলি। শুক্রবার অল ইন্ডিয়া ডোমেস্টিক গোল্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, “এতে ক্রেতারা যেমন স্বস্তি পাবেন, তেমন গয়না শিল্পও বাঁচবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন