পেনশন বিক্রিতে সম্মতি জানাল প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদ

এই মুহূর্তে ন্যূনতম পেনশনের অঙ্ক ১,০০০ টাকা। তা বাড়িয়ে ২,০০০ টাকা করার সুপারিশ করেছে কেন্দ্রের গঠিত বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৯ ০২:১০
Share:

প্রতীকী ছবি

পেনশন বিক্রির (কমিউটেশন) ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাবে সম্মতি জানাল প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) অছি পরিষদ। বুধবার হায়দরাবাদে হওয়া বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। ২০০৯ সাল থেকে পেনশন বিক্রির সুবিধা বন্ধ করে দেন পিএফ কর্তৃপক্ষ। এর পাশাপাশি, পিএফ প্রকল্পে ন্যূনতম পেনশন বাড়ানোর প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে অছি পরিষদের সদস্যদের আশ্বস্ত করেছেন শ্রমমন্ত্রী তথা অছি পরিষদের চেয়ারম্যান সন্তোষকুমার গঙ্গোয়ার। প্রসঙ্গত, এই মুহূর্তে ন্যূনতম পেনশনের অঙ্ক ১,০০০ টাকা। তা বাড়িয়ে ২,০০০ টাকা করার সুপারিশ করেছে কেন্দ্রের গঠিত বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি।

Advertisement

তবে সূত্রের খবর, অছি পরিষদের কর্মী প্রতিনিধিরা গাঙ্গোয়ারকে বলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসে ১০০ টাকা করে জমা দিয়ে অবসরের পর মাসে ৩,০০০ টাকা পেনশন পাওয়ার ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। সেখানে পিএফের সদস্যেরা পেনশন খাতে তার কয়েক গুণ বেশি টাকা জমা দেন। তাই তাঁদের ক্ষেত্রে অন্তত মাসে ৬,০০০ টাকা ন্যূনতম পেনশন হওয়া উচিত।

এআইইউটিইউসির রাজ্য সম্পাদক তথা অছি পরিষদের শ্রমিক প্রতিনিধি দিলীপ ভট্টাচার্য বলেন, ‘‘শ্রমমন্ত্রী আমাদের যুক্তি মেনে নিয়েছেন। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অছি পরিষদের আগামী বৈঠকে তাঁদের সিদ্ধান্তের কথা জানাবেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন