উত্তরপ্রদেশের কিছু পেট্রোল পাম্পে তেল চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসেছে অন্য রাজ্যগুলিও। কেন্দ্রের নির্দেশে এ জন্য টাস্ক ফোর্স গঠনের আগে বৃহস্পতিবার পাম্প মালিকদের সংগঠন ও শুক্রবার তেল সংস্থাগুলির সঙ্গে আলাদা করে দু’দফায় বৈঠকে বসেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। এ বিষয়ে আগামী সপ্তাহে দু’পক্ষকে নিয়ে ফের যৌথ বৈঠক করবেন তিনি।
শুক্রবার সাধনবাবু জানান, টাস্ক ফোর্স গড়তে রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন তিনি। তাঁর দাবি, ‘‘এই টাস্ক ফোর্স তৈরি হলে ক্রেতাদেরও সুবিধা হবে। তেল সংস্থা, পাম্প মালিকদের সংগঠন, ক্রেতা সুরক্ষা ও খাদ্য দফতরের প্রতিনিধিদের পাশাপাশি তাতে থাকবেন পুলিশও।’’ ডিপো থেকে পাওয়া তেল যাতে ঠিক মতো মাপা যায়, তেল সংস্থাকে সেই ব্যবস্থা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।