Business news

রিচার্জ করলেই কমিশন! লকডাউনে গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে হাজির জিয়ো

রিচার্জ করলেই এ বার কমিশন পাবেন! ঘরে বসেই আয় করতে পারবেন! গ্রাহকদের জন্য এমনই সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হল রিলায়্যান্স জিয়ো।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১৬:৫৭
Share:
০১ ১১

রিচার্জ করলেই এ বার কমিশন পাবেন! ঘরে বসেই আয় করতে পারবেন! গ্রাহকদের জন্য এমনই সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হল রিলায়্যান্স জিয়ো।

০২ ১১

লকডাউনে অনেকেই মোবাইলের রিচার্জ করা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছেন। বাইরে যেতে পারছেন না। আর যদিও বা বার হন, রিচার্জের দোকান তো সব খোলা নেই। তাই রিচার্জ কী ভাবে করবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকেই।

Advertisement
০৩ ১১

এই সমস্যা দূর করার উপায় হিসাবে সরাসরি বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বা ওই কোম্পানির অ্যাপ থেকেও রিচার্জের কথা বার বারই গ্রাহকদের বলে আসছে কোম্পানিগুলো।

০৪ ১১

কিন্তু তাতেও সমস্যা দূর হওয়ার নয়। কারণ, এমন অনেক গ্রাহক রয়েছেন, যাঁরা এই সমস্ত উপায় কাজে লাগাতে পারেন না। তাঁদের কথা ভেবেই এ বার অনবদ্য অফার নিয়ে এল জিয়ো।

০৫ ১১

এর জন্য জিয়ো একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। জিয়ো গ্রাহকদের সেই অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিতে হবে।

০৬ ১১

অ্যাপটির নাম জিয়োপসলাইট। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপের সুবিধা কী?

০৭ ১১

এই অ্যাপ থেকে গ্রাহকেরা নিজেদের মোবাইল রিচার্জ তো করতে পারবেনই, পাশাপাশি অন্য যে কোনও জিয়ো সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টও রিচার্জ করে দিতে পারবেন।

০৮ ১১

যত টাকার রিচার্জ করবেন, তার ৪ শতাংশ কমিশন পাবেন ওই জিয়ো গ্রাহক।

০৯ ১১

এতে একদিকে যেমন অনেক সাধারণ মানুষের সাহায্যও করতে পারবেন জিয়ো গ্রাহকেরা, তেমনই লকডাউনে ঘরে বসে কিছু আয়ও করতে পারবেন।

১০ ১১

তবে একটাই শর্ত, মোবাইলে এই অ্যাপ ইনস্টল করতে গেলে প্রথমে এক হাজার টাকা দিতে হবে। তার পর থেকে রিচার্জের জন্য নূন্যতম ২০০ টাকা এই অ্যাপ অ্যাকাউন্টে রাখলেই হবে।

১১ ১১

রিল্যায়ান্স জিয়ো জানাচ্ছে, ইতিমধ্যে দেশব্যাপী পাঁচ লক্ষ গ্রাহক এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement