জনধনের টাকা কোন দিন, জারি বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় মহিলা জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের অনুদানের দ্বিতীয় কিস্তির ৫০০ টাকা সোমবার থেকে দেওয়া শুরু হবে। গতবার ওই টাকা তোলার জন্য গ্রাহকেরা কোভিড-১৯ সংক্রান্ত বিধি অমান্য করে ব্যাঙ্কের শাখায় ভিড় করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০৫:০৫
Share:

প্রতীকী ছবি।

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় মহিলা জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের অনুদানের দ্বিতীয় কিস্তির ৫০০ টাকা সোমবার থেকে দেওয়া শুরু হবে। গতবার ওই টাকা তোলার জন্য গ্রাহকেরা কোভিড-১৯ সংক্রান্ত বিধি অমান্য করে ব্যাঙ্কের শাখায় ভিড় করেন। এ বারও ওই রকম ভিড় হলে, তা সামলাতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য রাজ্যের কাছে আবেদন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য ভিত্তিক ব্যাঙ্কার্স কমিটির আহ্বায়ক মুক্তিরঞ্জন রায়। তিনি জানান, এ বারও কোন গ্রাহক কবে টাকা পাবেন, সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে—

Advertisement

 যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যাটি ০ অথবা ১, তাঁদের টাকা দেওয়া হবে ৪ মে।

 ২-৩ নম্বরের ক্ষেত্রে ৫ মে।

Advertisement

 ৪-৫ নম্বরে ৬ মে।

 ৬-৭ নম্বরের ১১ মে।

 ৮-৯ নম্বরে ১২ মে।

 যাঁরা উল্লিখিত দিনে টাকা তুলতে পারবেন না, তাঁরা ১৩ মে থেকে যে কোনও দিন ব্যাঙ্কে অথবা ব্যাঙ্কমিত্রের দফতরে গিয়ে টাকা তুলতে পারবেন।

উল্লেখ্য, ৭ তারিখ বুদ্ধ পূর্ণিমা এবং ৮ তারিখ রবীন্দ্র জয়ন্তীর কারণে ব্যাঙ্ক ছুটি। ৯ মে মাসের দ্বিতীয় শনিবার ও ১০ মে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ভ্রাম্যমাণ এটিএম: কলকাতায় একটি-সহ রাজ্যে ৬টি ভ্রাম্যমাণ এটিএম চালু করল স্টেট ব্যাঙ্ক। রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত শহরের বিভিন্ন অঞ্চলে ওই এটিএম পরিষেবা দেবে।

শীর্ষ ব্যাঙ্কের বৈঠক: করোনা পরিস্থিতিতে ব্যাঙ্কগুলির জন্য জারি করা নির্দেশ কী ভাবে পালন হচ্ছে, তা খতিয়ে দেখতে শনিবার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নানা বিষয়ে তাঁদের কাছে জানতে চান গভর্নর শক্তিকান্ত দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন