Diwali Leave

‘বাড়িতে ঘুমোন, ন’দিন অফিস আসবেন না’! দীপাবলি উপলক্ষে সকল কর্মীকে দীর্ঘ ছুটি দিয়ে হইচই ফেলল সংস্থা

কর্পোরেট সংস্থায় ছাঁটাই এবং কর্মক্ষেত্রে চাপ নিয়ে নিত্য দিন যখন একের পর এক প্রশ্ন উঠে আসছে, সেই আবহে এক সংস্থার সিইও-র পদক্ষেপ আলোড়ন ফেলেছে। ওই জনসংযোগ সংস্থার সিইওকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১২:২১
Share:

জনসংযোগ সংস্থার সিইওকে সাধুবাদও জানিয়েছেন অনেকে। ছবি: সংগৃহীত।

দীপাবলি উপলক্ষে ন’দিন অফিস আসতে হবে না। সকল কর্মীকে ছুটি নিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়র কথা জানিয়ে ইমেল পাঠালেন দিল্লির এক জনসংযোগ (পিআর ফার্ম) সংস্থার সিইও। কর্পোরেট সংস্থায় ছাঁটাই এবং কর্মক্ষেত্রে চাপ নিয়ে নিত্য দিন যখন একের পর এক প্রশ্ন উঠে আসছে, সেই আবহে ওই সংস্থার সিইও-র পদক্ষেপ আলোড়ন ফেলেছে। ওই জনসংযোগ সংস্থার সিইওকে সাধুবাদও জানিয়েছেন অনেকে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সংস্থার সকল কর্মীকে ইমেল পাঠান দিল্লির ওই জনসংযোগ সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও। ইমেলে কর্মীদের ন’দিনের ছুটির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ছুটির দিনগুলি পরিবারের সঙ্গে সম্পূর্ণ ভাবে উপভোগ করার এবং বিশ্রাম নেওয়ার পরামর্শও দেন। মজার ছলে প্রচুর মিষ্টি খাওয়ার বার্তাও দেন। আর তার পরেই সংস্থার কর্মীদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে। কর্মীদের প্রতি বসের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিও প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

এই অপ্রত্যাশিত উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে ওই সংস্থার এক কর্মী লিঙ্কডইনে লিখেছেন, ‘‘মানুষ কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি সম্পর্কে অনেক কথা বলেন। সংস্থার মালিক যেখানে কর্মীদের চাহিদা এবং ভাললাগাকে অগ্রাধিকার দেন, তার থেকে ভাল আর কিছু হতে পারে না।’’

Advertisement

ওই সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যমে বলেন, ‘‘বসের ইমেল পেয়ে মানবসম্পদ বিভাগের কর্মীরাও অবাক হয়ে গিয়েছেন। সংস্থার প্রতিটি কর্মচারী এই আনন্দ উপহার পেয়ে খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement