ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
নানা কারণে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-আমেরিকার আলোচনা যখন কিছুটা থমকে, তখনই পাকিস্তান এবং সেখানকার মানুষদের ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তাঁর মন্তব্য, পাকিস্তানিরা ‘অসাধারণ মানুষ’। যাঁরা ‘অবিশ্বাস্য সব জিনিসপত্র’ তৈরি করেন। সংশ্লিষ্ট মহলের মতে, ট্রাম্পের মন্তব্য ফের দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে। তিনি যেহেতু একই সঙ্গে ভারত সম্পর্কে চড়িয়েছেন সুর। ফের বলেছেন, ‘‘সব থেকে বেশি শুল্ক বসায় নয়াদিল্লি।’’
পাকিস্তানের উপরে ২৯% শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভারতের ২৬%। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করা ট্রাম্প বলেছেন, ‘‘ওরা (পাকিস্তান) আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়।’’ যদিও সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, আমেরিকার সঙ্গে পাকিস্তান বাণিজ্য তো করেই। আমদানির তুলনায় বেশি করে রফতানি। বিশ্বের বেশির ভাগ দেশের উপর ট্রাম্পের শুল্ক বসানোর মূল কারণ যেটা। পাকিস্তানের আমেরিকায় রফতানির অঙ্ক ৫০০ কোটি ডলারের বেশি। আর আমদানি ২১০ কোটি।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই বিষয়টিকে অগ্রাহ্য করা তাৎপর্যপূর্ণ। তবে তিনি একই সঙ্গে দাবি করেছেন ‘‘ভারত আমেরিকার সব পণ্যে শুল্ক তুলে নিতে চায়।...শীঘ্রই বিষয়টি সামনে আসবে। তবে আমার তাড়া নেই।’’ বিদেশমন্ত্রী জয়শঙ্কর অবশ্য জানিয়েছেন, এই দরাদরি জটিল। তবে যে কোনও চুক্তিকেই দু’দেশের পক্ষেই লাভজনক হতে হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে