Vaibhav Sooryavanshi in Under-19 Cricket World Cup

ছোটদের বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ বৈভব! ৪ বলে ২ রান করে বোল্ড ১৪ বছরের সূর্যবংশী

ভারতের ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে বৈভব সূর্যবংশীকে। কিন্তু ছোটদের বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পেল না বৈভব। ২ রান করে আউট ভারতীয় ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:২৫
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ছোটদের বিশ্বকাপের শুরুটা ভাল হল না বৈভব সূর্যবংশীর। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে মাত্র চার বলে শেষ হয়ে গেল তার ইনিংস। ২ রান করে বোল্ড হল ভারতের ১৪ বছরের ব্যাটার। বৈভব আরও এক বার হতাশ করল ভারতীয় সমর্থকদের।

Advertisement

আমেরিকার বিরুদ্ধে প্রথমে বল করতে নেমে তাদের ১০৭ রানে অল আউট করে দেন ভারতের বোলারেরা। ১০৮ রান তাড়া করতে নেমে বৈভব যে শুরু থেকেই চালিয়ে খেলবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। চালাতে গিয়েই নিজের উইকেট দিয়ে এল সে।

ভারতের ইনিংসের তৃতীয় ওভারে ঋত্ত্বিক আপ্পিডির বলে পুল মারার চেষ্টা করে বৈভব। বলের লাইনে পৌঁছোয়নি সে। ব্যাট ও প্যাডের মধ্যে ছিল বড় ফাঁক। ফলে বল ব্যাটের কানায় লেগে লেগ স্টাম্পে লাগে। স্টাম্প ছিটকে পিছনের দিকে চলে যায়। আউট হয়ে সাজঘরে ফেরার পথে বৈভবকে হতাশ দেখায়। বৈভব বুঝতে পারছিল, ম্যাচ জিতিয়ে ফেরার একটা সুযোগ নষ্ট করল সে।

Advertisement

ভারতের ছোটদের মধ্যে বৈভবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এখন থেকেই তাকে নিয়ে আলোচনা চলছে। তার আগ্রাসী ব্যাটিং মনে ধরেছে বিশেষজ্ঞদের। কিন্তু বৈভবের সমস্যা হল, প্রতিটি বলে ব্যাট চালায় সে। ভাবখানা এমন, প্রতি বলেই চার-ছক্কা মারবে। কিন্তু তাকে বুঝতে হবে, প্রতি বলে চালানো যায় না। বল দেখে খেলতে হয়। নইলে এ ভাবে বার বার হতাশ হয়ে ফিরতে হবে বিহারের ব্যাটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement