facebook portal

নেটফ্লিক্স, ডিজনি স্ট্রিমিং চ্যানেল-সহ ফেসবুক টিভিতে করা যাবে ভিডিয়ো চ্যাট

ফেসবুকের এই নতুন টিভি চ্যাট ডিভাইসের নাম দেওয়া হয়েছে ক্যাটালিনা। এর সঙ্গে পাওয়া যাবে রিমোট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১৭:৪৩
Share:

ফেসবুক পোর্টালের সঙ্গে মিল রেখে নতুন এই ফেসবুক টিভি চ্যাট ডিভাইস লঞ্চ করা হবে। ছবি সৌজন্য: ফেসবুক।

সোশ্যাল মিডিয়ার বড় মহারথী ফেসবুক এ বার আনতে চলেছে তাঁদের নিজস্ব টিভি সেট। সেই টিভিতে নেটফ্লিক্স, ডিজনি, হুলু, এইচবিও এবং অন্যান্য চ্যানেলের সুবিধা ছাড়াও রয়েছে ভিডিয়ো চ্যাট করার মতো অন্যতম ফিচার। এই প্রথম কোনও সোশ্যাল মিডিয়ার তরফে টিভি চ্যাট ডিভাইস বাজারে আসছে।

Advertisement

ফেসবুক-এর এই নতুন টিভি চ্যাট ডিভাইসের নাম দেওয়া হয়েছে ক্যাটালিনা। এর সঙ্গে পাওয়া যাবে রিমোট। সেই সঙ্গে এই ডিভাইসে পাওয়া যাবে অ্যাপল টিভির মতো বিভিন্ন রকমের স্ট্রিমিং ভিডিয়ো। এই টিভি ডিভাইসটির উপর থাকবে একটি ছোট্ট ক্যামেরা যার মাধ্যমে ভিডিয়ো চ্যাট করা যাবে।

সংস্থা সূত্রে খবর, এর মধ্যে ভিডিয়ো চ্যাট করার জন্য যে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, সেই প্রযুক্তি সংস্থার আরও একটি ভিডিয়ো চ্যাট ডিভাইসে ব্যবহার করা হয়েছিল। যার নাম ‘ফেসবুক পোর্টাল’।

Advertisement

আরও পড়ুন: স্যামসাং আনছে গ্যালাক্সি ট্যাব-সহ স্মার্টওয়াচ

২০১৮ সালে নভেম্বরে ফেসবুক সংস্থা থেকে এই পোর্টাল বার করা হয়েছিল। আকারে ছোট এই পোর্টালের দাম ছিল প্রায় ১৩ হাজার ৮০০ টাকা এবং আকারে বড় পোর্টাল প্লাস-এর দাম ছিল প্রায় ২৪ হাজার ১০০ টাকা। স্মার্ট ক্যামেরা যুক্ত ডিভাইসে ছিল অ্যামাজন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা এবং ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে শুধুমাত্র ‘হে পোর্টাল’ কথাটি বলে হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল করা যায়।

ফেসবুক সংস্থার তরফে জানানো হয়েছে চলতি বছরে শেষের দিকে এই টিভি ডিভাইস লঞ্চ করতে পারে। কিন্তু কবে তা সঠিক ভাবে ফেসবুক জানায়নি। কত দাম হতে পারে, সেই সম্পর্কেও কিছু জানা যায়নি। সংস্থার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ বসওয়ার্থ বক্তব্য, চলতি বছরের শেষে গ্রাহকদের জন্য রয়েছে অনেক সারপ্রাইজ।

আরও পড়ুন: ভারতীয় দু’চাকার বাজারে এক নম্বরে উঠে এল হিরো স্‌প্লেন্ডর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন