Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Hero splendor beats Honda activa

ভারতীয় দু’চাকার বাজারে এক নম্বরে উঠে এল হিরো স্‌প্লেন্ডর

২০১৯-এ হিরোর মোটরবাইক বিক্রির পরিমাণ ধারাবাহিক ভাবে বাড়তে থাকায় হন্ডা অ্যাকটিভাকে পিছনে ফেলে দেয় স্‌প্লেন্ডর।

হন্ডার অ্যাকটিভাকে পিছনে ফেলে এগিয়ে গেল হিরো স্‌প্লেন্ডর। ছবি: সংগৃহীত।

হন্ডার অ্যাকটিভাকে পিছনে ফেলে এগিয়ে গেল হিরো স্‌প্লেন্ডর। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৭:৫১
Share: Save:

ভারতীয় দু’চাকার বাজারে বাইক এবং স্কুটারগুলির মধ্যে বাজার দখল নিয়ে টানাপড়েন লেগেই রয়েছে। বাজারে নিজের জায়গা ধরে রাখতে কোম্পানিগুলি তাই নিয়ে আসে নতুন নতুন ফিচার। এ বার সেই ঘোড়দৌড়ে হন্ডার অ্যাকটিভাকে পিছনে ফেলে এগিয়ে গেল হিরো স্‌প্লেন্ডর।
হিরো স্‌প্লেন্ডরের গুরুত্বপূর্ণ ফিচারগুলি— ৯৭.২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। প্রতি লিটার পেট্রোলে ৯৩.২ কিলোমিটার যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। কলকাতার এক্স শো-রুম দাম শুরু ৪৯ হাজার ৫৯৮ টাকা থেকে।
২০১৯-এ হিরোর মোটরবাইক বিক্রির পরিমাণ ধারাবাহিক ভাবে বাড়তে থাকায় হন্ডা অ্যাকটিভাকে পিছনে ফেলে দেয় স্‌প্লেন্ডর। ফলে জুন মাসের একটি সমীক্ষায় দেখা গিয়েছে হিরো স্‌প্লেন্ডর সব থেকে বেশি বিক্রি হয়েছে এবং এই মুহূর্তে ভারতের দু’চাকার বাজারে সেরা ১০-এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে হন্ডার অ্যাকটিভা স্কুটার।

চার্টের মাধ্যমে তুলে ধরা হল জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত স্‌প্লেন্ডর এবং অ্যাকটিভার বিক্রির পরিমাণ

আরও পড়ুন: স্পেকট্রামের দাম চড়া, বলছে ফিচও

জানুয়ারি থেকে জুন—মোট ১৩ লক্ষ ৮০ হাজার ৩০৬টি হিরো স্‌প্লেন্ডর বিক্রি হয়েছে। সেখানে হন্ডা অ্যাকটিভা বিক্রির পরিমাণ ১২ লক্ষ ৩৩ হাজার ২১৬টি। যদিও মে মাসে অ্যাকটিভা কিছুটা এগিয়ে ছিল, স্‌প্লেন্ডরের থেকে। তবুও অ্যাকটিভা ভারতীয় দু’চাকার বাজারে এই ছয় মাসে প্রথম স্থান নিতে পারেনি।
চলতি বছরে তৃতীয় স্থানে রয়েছে হিরোর এইচএফ ডিলাক্স, জুন মাস পর্যন্ত মোট বিক্রির পরিমাণ ১ লক্ষ ৯৩ হাজার ১৯৪ টি। এর পর চতুর্থ স্থানে রয়েছে হন্ডা সিবি সাইন, মোট বিক্রির পরিমাণ ৮৪ হাজার ৮৭১টি। পঞ্চম স্থানে রয়েছে বাজাজ পালসার, মোট বিক্রির পরিমাণ ৮৩ হাজার ৮টি। এ ছাড়াও রয়েছে হিরো গ্ল্যামার, বাজাজ প্ল্যাটিনা, টিভিএস জুপিটার, হিরো প্যাশন এবং টিভিএস এক্সএল সুপার।

আরও পড়ুন: পাঁচ হাজার গাড়িতে এয়ারব্যাগ পরিবর্তন করবে হন্ডা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hero Splendor Honda Activa Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE