—প্রতীকী চিত্র।
গাড়ি কেনার সময় অনেক বেশি মানুষ পরিবেশের কথা ভাবছেন। মঙ্গলবার গাড়ি বিক্রেতা সংস্থাগুলির সংগঠন ফাডার প্রকাশিত তথ্য দেখে এ কথাই বলছে সংশ্লিষ্ট মহল। ফাডা-র ২০২৫-এর পরিসংখ্যানে স্পষ্ট, চার চাকার যাত্রিবাহী গাড়ির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে বৈদ্যুতিকের (৭৭%)। বিকিয়েছে ১.৭৭ লক্ষটি। প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত গাড়ি বিক্রি বৃদ্ধি প্রায় ২৮%। হাইব্রিডের (পেট্রল ও বিদ্যুৎ, দু’টিতেই চলে) প্রায় ৩%। পেট্রলের ১.৭৪%। চার চাকার মোট বিক্রি বেড়েছে ৯.৭%। গ্রামে বৃদ্ধির হার ১২.৩১%। শহরে ৮ শতাংশের বেশি। সব রকম গাড়ি মিলিয়ে ৭.৭%।
সংশ্লিষ্ট মহলের মতে, এই তথ্য প্রমাণ করে পরিবেশ সচেতনতা বেড়েছে। বেড়েছে খরচ বহনের ক্ষমতা। কারণ বৈদ্যুতিকের দাম সাধারণ গাড়ির থেকে অনেকটাই বেশি। ফাডারসভাপতি সিএস বিজ্ঞেশ্বরের মতে, ‘‘গতবছর সব ধরনের বৈদ্যুতিক বা সিএনজি গাড়ির বিক্রি বেড়েছে। পরিবেশ বান্ধব জ্বালানির এমন চাহিদা ইতিবাচক।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে