Share Market

আমেরিকায় সরকারি ঋণ বৃদ্ধির আশঙ্কা, বিশ্ব জুড়ে পড়ল বাজার, কমল টাকার দামও

আমেরিকার সরকারি ঋণের বোঝা বৃদ্ধির আশঙ্কা বৃহস্পতিবার সারা বিশ্বের বাজারকেই বড় ঝাঁকুনি দিয়েছে। তার প্রভাব পড়েছে এ দেশেও। গত পাঁচটি কাজের দিনের মধ্যে চার দিনই পড়েছে সূচক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:২৬
Share:

সেনসেক্স ৬৪৪.৬৪ পয়েন্ট পড়ে ৮০,৯৫১.৯৯ অঙ্কে বন্ধ হয়েছে। —প্রতীকী চিত্র।

শুল্ক যুদ্ধের প্রাথমিক অস্বস্তি সামলে ভালই এগোচ্ছিল ভারতীয় শেয়ার বাজার। কিন্তু এ বার নতুন ধাক্কা। আমেরিকার সরকারি ঋণের বোঝা বৃদ্ধির আশঙ্কা বৃহস্পতিবার সারা বিশ্বের বাজারকেই বড় ঝাঁকুনি দিয়েছে। তার প্রভাব পড়েছে এ দেশেও। গত পাঁচটি কাজের দিনের মধ্যে চার দিনই পড়েছে সূচক। নিট পতন ১৫৭৮.৭৫। এ দিন ডলারের নিরিখে বিপুল পড়েছে টাকাও।

এ দিন সেনসেক্স ৬৪৪.৬৪ পয়েন্ট পড়ে ৮০,৯৫১.৯৯ অঙ্কে বন্ধ হয়েছে। দিনের মধ্যবর্তী সময়ে সূচকটি ১১০৬.৭১ পয়েন্ট পড়ে গিয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। নিফ্‌টি ২০৩.৭৫ পয়েন্ট পড়ে হয়েছে ২৪,৬০৯.৭০। সবচেয়ে বেশি পড়েছে তথ্যপ্রযুক্তি, তেল এবং ভোগ্যপণ্যের সূচক। মাঝারি আকারের শেয়ারগুলির সূচকও ০.৩৩% পড়েছে। তবে ছোট শেয়ারগুলির সূচক বেড়েছে ০.১৭%। ৩৬ পয়সা বেড়ে ডলারের দাম দাঁড়িয়েছে ৮৫.৯৫ টাকা। ভারতীয় সময় বুধবার রাতে আমেরিকার শেয়ার বাজার বড় পতনের মুখোমুখি হয়েছিল। সংশ্লিষ্ট মহল তখনই বুঝে গিয়েছিল, সকালে বড় ধাক্কা আসতে চলেছে বিশ্ব বাজারে।

জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা শাখার প্রধান বিনোদ নায়ার জানাচ্ছেন, সম্প্রতি আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ় বিপুল ঋণের কারণে আমেরিকার ক্রেডিট রেটিং কমিয়েছে। তার পরে সে দেশে যে বাজেট প্রস্তাব পেশ হয়েছে, তাতে স্পষ্ট যে সরকারি ঋণের বহর আরও বাড়তে চলেছে। যার ফলে দীর্ঘমেয়াদি সরকারি ঋণপত্রের ইল্ড বেড়েছে। কমেছে তার চাহিদা। বাজার সূত্রের বক্তব্য, আমেরিকার ঋণপত্রের ইল্ড ৫% ছাড়িয়ে গিয়েছে। জাপানের ক্ষেত্রে তা ৩.৫%।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন