Business News

বাজারে এল ‘লেমন-ডু’, কোকাকোলার প্রথম অ্যালকোহলিক ড্রিঙ্ক

নরম পানীয়ের বাজার তাদের দখলে রয়েছে প্রায় ১২৫ বছর ধরে। তবে জাপানে কখনও কড়া পানীয় বেচেনি তারা। এ বার সেই ট্র্যাডিশন ভাঙল কোকাকোলা। নরম পানীয়ের পাশাপাশি কড়া পানীয়ও বেচবে সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ১২:২৯
Share:

জাপানের বাজারে কখনও কড়া পানীয় ছাড়েনি কোকাকোলা। প্রতীকী ছবি।

স্বাদ খানিকটা মুসাম্বি লেবুর মতো। সঙ্গে বেশ ঝাঁঝ রয়েছে। বাজারে এল ‘লেমন ডু’, কোকাকোলার প্রথম অ্যালকোহলিক পানীয়।

Advertisement

নরম পানীয়ের বাজার তাদের দখলে রয়েছে প্রায় ১২৫ বছর ধরে। তবে জাপানে কখনও কড়া পানীয় বেচেনি তারা। এ বার সেই ট্র্যাডিশন ভাঙল কোকাকোলা। নরম পানীয়ের পাশাপাশি কড়া পানীয়ও বেচবে সংস্থা। তবে আপাতত জাপানে। সোমবার থেকে সেখানেই মিলছে ক্যানবন্দি ‘লেমন-ডু’।

তবে এতে অ্যালকোহলের মাত্রা রয়েছে মাত্র ৩ শতাংশ থেকে ৮ শতাংশ। বেশ রংচঙে ক্যানে এ ভাবেই মূলত সে দেশের যুবতীদের আকর্ষণ করতে চায় কোকাকোলা। বেশির ভাগ জাপানি যুবতীরাই কড়া পানীয় হিসেবে ‘চুহাই’ পান করতে পছন্দ করেন। সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের ‘চুহাই-প্রীতি’র দিকেই খেয়াল রেখে বাজারে ছাড়া হয়েছে ‘লেমন-ডু’। বাতাবি লেবুর স্বাদের ‘চুহাই’ স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। সানতোরি, কিরিন বা আসাহি-র মতো জাপানের স্থানীয় সংস্থাগুলি সেখানে ফসাও ব্যবসা করছে। সেই বাজার দখলই এখন পাখির চোখ কোকাকোলার।

Advertisement

আরও পড়ুন
কাল হল নিজস্বী তুলে! একেবারে শ্রীঘরে চোর

সাতের দশকে ওয়াইনের ব্যবসায় নামলেও জাপানের বাজারে কখনও কড়া পানীয় ছাড়েনি কোকাকোলা। তাই গোটা বিষয়টাকেই ‘অতুলনীয়’ আখ্যা দিয়েছেন জাপানের কোকাকোলার প্রেসিডেন্ট হর্হে গারদুনো। আপাতত জাপানের দক্ষিণাঞ্চলের কায়উশু এলাকাতেই মিলবে ‘লেমন-ডু’। এর একটি ৩৫০ মিলিমিটার বা ছোট ক্যানের দাম পড়বে জাপানী মুদ্রায় ১৪০ ইয়েন বা ১.৪০ ডলার। কোকা কোলার ঐতিহ্য মেনে ‘লেমন-ডু’ রেসিপি গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন
১৬ দিন ধরে বাড়ার পর, ১ পয়সা করে কমল পেট্রল-ডিজেলের দাম

এ দেশের বাজারে কবে মিলবে এই ড্রিঙ্ক? এ প্রশ্নে একেবারে হতাশ হবেন ভারতীয়রা। কারণ, আপাতত জাপানের বাইরে লেমন-ডু নিয়ে পা ফেলার কোনও ইচ্ছেই নেই কোকাকোলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন