একটানা ১৬ দিন দাম বাড়ার পর কমল (!) পেট্রল ও ডিজেলের দাম। লিটার প্রতি ১ পয়সা করে।
দিনের শুরুতে অবশ্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে বলা হয়েছিল, পেট্রলের দাম লিটারে ৬০ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৫৬ পয়সা করে কমেছে। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য সংশোধিত দাম প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে— দাম কমেছে লিটারে ১ পয়সা করে।
মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম ছিল ৮১.০৬ টাকা। বুধবার তা হল ৮১.০৫ টাকা। ডিজেল ছিল ৭১.৮৬ টাকা। হল ৭১.৮৫ টাকা।